আসসালামু আলাইকুম মুহতারাম।
আমি এরূপ স্বপ্ন দেখি,যে প্রচন্ড ঘূর্নিঝড়ে আমার ঘরের দরজা বাড়ি খাচ্ছে,আমি দরজা লাগিয়ে দিই।কিন্তু মুহূতে দেখি আমার ঘরের কিছু অংশ ধবসে গেছে,আমি তাড়াহুড়া করে আমার প্রয়োজনীয় কিছু কাগজ সম্বলিত ফাইলটা নিয়ে সরে আসি,এরপর আমি স্বপ্নেই আমার মাকে ঘটনা বলি,আর তাকে সমেত দেখতে যেয়ে দেখি আমাদের বাড়ি সহ আশে পাশের কয়েকটি বাড়ি প্লাবিত হয়েছে,যদিও বৃষ্টি দেখিনাই।
এই স্বপ্ন দেখে জেগে উঠে আমি বাম পাশে থু দিয়েছি আউযুবিল্লাহ পড়ে।&শুধু আমার বাবাকেই বলি,যদিও তাকে কিছু কমেন্ট করতে নিষেধ করি কারন গতকাল সেও একটি স্বপ্ন দেখে যে ২/৩ টি সাপ তাকে তাড়া করছে & সাপের সাথে ফাইট করছে & তাকে দংশন করছে।যদিও সাপ দেখার ব্যাখাটা সে জানত & আমাকে বলে কিন্তু আমি বলি ভাল স্বপ্ন।
১।এখন আমাদের এই দুই স্বপ্নের মিনিং কি হতে পারে?এর থেকে পরিত্রানের উপায় কি?
২।আমি মাঝে মাঝেই কোন স্বপ্ন দেখলে আল্লামা ইবনে শিরীন এর স্বপ্নের বইটি পড়ে মিলিয়ে দেখি,সেক্ষেত্রে কি এটা স্বপ্নের ব্যাখা করা হবে?& স্বপ্নের ভাল-খারাবী কি নিজের উপর পতিত হতে পারবে এমতাবস্থায়?