আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
120 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (43 points)
আসসালামু আলাইকুম
কেউ যদি পর্দা হিজাব নিকাব হাতমুজা পা মুজা সহ স্ত্রীকে নিয়ে বাহিরে ঘুরাঘুরি করে, স্ট্রি ফুড খায়, কোনো প্রয়োজন ছাড়াই ঘুরাঘুরি করে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, এতে কি গুনাহ হবে?
বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা জানেন। এমতাবস্থায় স্ত্রীকে এভাবে বাহিরে নিয়ে যাওয়া সম্পর্কে ইসলাম কি বলে? গুনাহ হবে কি?

1 Answer

0 votes
by (606,750 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পৃথিবীকে ঘুরে দেখা ও তার কিছু মিথ্যা অধিবাসীদের উপর আল্লাহ তা'আলার আপতিত আযাব দেখে সত্যর শিক্ষাগ্রহণ করার জন্য আল্লাহ তা'আলা আরো বলেনঃ 
ﻗُﻞْ ﺳِﻴﺮُﻭﺍْ ﻓِﻲ ﺍﻷَﺭْﺽِ ﺛُﻢَّ ﺍﻧﻈُﺮُﻭﺍْ ﻛَﻴْﻒَ ﻛَﺎﻥَ ﻋَﺎﻗِﺒَﺔُ ﺍﻟْﻤُﻜَﺬِّﺑِﻴﻦَ
তরজমাঃ-বলে দিনঃ তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর, অতপর দেখ! মিথ্যারোপ কারীদের পরিণাম কি হয়েছে?(সূরা-আন'আম-১১)

তাফসীরে ক্বুরতুবী নামে প্রসিদ্ধ "আল জামে লি-আহকামিল কুরআন" এ উক্ত আয়াতের ব্যাখ্যায় বলা হয়,
ﻭﻫﺬﺍ ﺍﻟﺴﻔﺮ ﻣﻨﺪﻭﺏ ﺇﻟﻴﻪ ﺇﺫﺍ ﻛﺎﻥ ﻋﻠﻰ ﺳﺒﻴﻞ ﺍﻻﻋﺘﺒﺎﺭ ﺑﺂﺛﺎﺭ ﻣﻦ ﺧﻼ ﻣﻦ ﺍﻷﻣﻢ ، ﻭﺃﻫﻞ ﺍﻟﺪﻳﺎﺭ ، ﻭﺍﻟﻌﺎﻗﺒﺔ ﺁﺧﺮ ﺍﻷﻣﺮ . 
তাওহীদের শিক্ষাগ্রহণার্তে পূর্ববর্তী জনগোষ্ঠীদের উপর আপতিত আযাবের নিদর্শনবাহী এলাকা পরিভ্রমণ করা মুস্তাহাব।যাতে করে পরবর্তী উম্মত শিক্ষাগ্রহণ করতে সক্ষম হয়।

ভ্রমণের প্রকারভেদ সম্পর্কে চার মাযহাব সম্বলীত সর্ব বৃহৎ ফেক্বাহী গ্রন্থ "আল-মাওসু'আতুল ফেক্বহিয়্যায় " উল্লেখ করা হয়,
قسم الحنفية السفر من حيث حكمه إلى ثلاثة أقسام: سفر طاعة كالحج والجهاد، وسفر مباح كالتجارة، وسفر معصية كقطع الطريق وحج المرأة بلا محرم.
হানাফি উলামায়ে কেরামগণ সফরকে তিনভাগে ভাগ করে থাকেন।নেকীর সফর যেমনঃ- হজ্ব ও জিহাদের উদ্দেশ্যে সফর ও ইত্যাদি।বৈধ সফর যেমনঃ- ব্যবসার উদ্দেশ্যে সফর ও ইত্যাদি।অবৈধ সফর যেমনঃ- ডাকাতি ও মাহরাম ব্যতীত মহিলাদের হজ্বের সফর ও ইত্যাদি।(২৫/২৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5275


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পর্দা তথা হিজাব-নিকাব, হাত-মুজা, পা-মুজা সহ স্ত্রীকে নিয়ে বাহিরে ঘুরতে যাওয়া যাবে, পর্দা রক্ষা করে স্ট্রি ফুড খাওয়া যাবে। তবে বিনা প্রয়োজনে এমনি এমনি ঘুরাঘুরি করা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা অনুচিত।  বিশেষকরে ফ্রিমিক্সিং সম্ভলিত জায়গায় যাওয়া -যদিও নিজে পর্দা আবৃত হয়ে যাওয়া হোক- সম্পূর্ণ অনুচিত। আর যদি ইসলাম বহির্ভূত কাজকে উপভোগ করার নিয়ত থাকে, তখন সফর জায়েয হবে না।

স্ত্রীকে এভাবে বাহিরে নিয়ে যাওয়া ক্ষেত্রভেদে নাজায়েজও হতে পারে। বিস্তারিত উপরে লিংকে দেখে নিবোন। জাযাকুমুল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...