ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পৃথিবীকে ঘুরে দেখা ও তার কিছু মিথ্যা অধিবাসীদের উপর আল্লাহ তা'আলার আপতিত আযাব দেখে সত্যর শিক্ষাগ্রহণ করার জন্য আল্লাহ তা'আলা আরো বলেনঃ
ﻗُﻞْ ﺳِﻴﺮُﻭﺍْ ﻓِﻲ ﺍﻷَﺭْﺽِ ﺛُﻢَّ ﺍﻧﻈُﺮُﻭﺍْ ﻛَﻴْﻒَ ﻛَﺎﻥَ ﻋَﺎﻗِﺒَﺔُ ﺍﻟْﻤُﻜَﺬِّﺑِﻴﻦَ
তরজমাঃ-বলে দিনঃ তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর, অতপর দেখ! মিথ্যারোপ কারীদের পরিণাম কি হয়েছে?(সূরা-আন'আম-১১)
তাফসীরে ক্বুরতুবী নামে প্রসিদ্ধ "আল জামে লি-আহকামিল কুরআন" এ উক্ত আয়াতের ব্যাখ্যায় বলা হয়,
ﻭﻫﺬﺍ ﺍﻟﺴﻔﺮ ﻣﻨﺪﻭﺏ ﺇﻟﻴﻪ ﺇﺫﺍ ﻛﺎﻥ ﻋﻠﻰ ﺳﺒﻴﻞ ﺍﻻﻋﺘﺒﺎﺭ ﺑﺂﺛﺎﺭ ﻣﻦ ﺧﻼ ﻣﻦ ﺍﻷﻣﻢ ، ﻭﺃﻫﻞ ﺍﻟﺪﻳﺎﺭ ، ﻭﺍﻟﻌﺎﻗﺒﺔ ﺁﺧﺮ ﺍﻷﻣﺮ .
তাওহীদের শিক্ষাগ্রহণার্তে পূর্ববর্তী জনগোষ্ঠীদের উপর আপতিত আযাবের নিদর্শনবাহী এলাকা পরিভ্রমণ করা মুস্তাহাব।যাতে করে পরবর্তী উম্মত শিক্ষাগ্রহণ করতে সক্ষম হয়।
ভ্রমণের প্রকারভেদ সম্পর্কে চার মাযহাব সম্বলীত সর্ব বৃহৎ ফেক্বাহী গ্রন্থ "আল-মাওসু'আতুল ফেক্বহিয়্যায় " উল্লেখ করা হয়,
قسم الحنفية السفر من حيث حكمه إلى ثلاثة أقسام: سفر طاعة كالحج والجهاد، وسفر مباح كالتجارة، وسفر معصية كقطع الطريق وحج المرأة بلا محرم.
হানাফি উলামায়ে কেরামগণ সফরকে তিনভাগে ভাগ করে থাকেন।নেকীর সফর যেমনঃ- হজ্ব ও জিহাদের উদ্দেশ্যে সফর ও ইত্যাদি।বৈধ সফর যেমনঃ- ব্যবসার উদ্দেশ্যে সফর ও ইত্যাদি।অবৈধ সফর যেমনঃ- ডাকাতি ও মাহরাম ব্যতীত মহিলাদের হজ্বের সফর ও ইত্যাদি।(২৫/২৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/5275
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পর্দা তথা হিজাব-নিকাব, হাত-মুজা, পা-মুজা সহ স্ত্রীকে নিয়ে বাহিরে ঘুরতে যাওয়া যাবে, পর্দা রক্ষা করে স্ট্রি ফুড খাওয়া যাবে। তবে বিনা প্রয়োজনে এমনি এমনি ঘুরাঘুরি করা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা অনুচিত। বিশেষকরে ফ্রিমিক্সিং সম্ভলিত জায়গায় যাওয়া -যদিও নিজে পর্দা আবৃত হয়ে যাওয়া হোক- সম্পূর্ণ অনুচিত। আর যদি ইসলাম বহির্ভূত কাজকে উপভোগ করার নিয়ত থাকে, তখন সফর জায়েয হবে না।
স্ত্রীকে এভাবে বাহিরে নিয়ে যাওয়া ক্ষেত্রভেদে নাজায়েজও হতে পারে। বিস্তারিত উপরে লিংকে দেখে নিবোন। জাযাকুমুল্লাহ।