আসসালামু আলাইকুম।
বিয়েতে দেনমোহর টাকার অঙ্কে নির্ধারন করা হলে সেটা অর্ধেক টাকা এবং বাকি অর্ধেক কুরআনের সূরা হিফয করার মাধ্যমে পরিশোধ করা যাবে কিনা? যেহেতু সামাজিকভাবে দেনমোহর হিসেবে টাকার বদলে কুরআনের সূরা কেউ মানতে রাজি না। এক্ষেত্রে ৫ লক্ষ যদি দেনমোহর হয়, দুই তৃতীয়াংশ টাকা পরিশোধ করলো বাকি অর্ধেক পরিশোধের জন্য কুরআনের ১০ টা সূরা হিফয করলো। এভাবে কি দেনমোহর পরিশোধ করা যাবে? শরীয়াত এ সম্পর্কে কি বলে?
বিয়ে পড়ানোর সময় কি টাকা এবং কুরআনের সূরা দেনমোহর হিসেবে ধার্য্যের বিষয়টা উল্লেখ করতে হবে?? নাকি শুধু ৫ লক্ষ টাকা উল্লেখ করলেই হবে? পরবর্তীতে স্বামী স্ত্রী আপোষের মাধ্যমে এভাবে পরিশোধ করলেই হবে??