আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
65 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
reshown ago by
১।১ নং প্রশ্নে পেমেন্টের মাধ্যমে মনিটরিং করতে গেলে পূজা দেখতে হবে না । এড দেখার মাধ্যমে কিছু পয়েন্ট দেয় সেখানে পুজা দেখায়। আমার প্রশ্ন ছিলো যে এড না দেখে পেমেন্ট দিয়ে ব্যাবহার করা যাবে কি? আমার বউকে মনিটরিং করার যথেষ্ট কারণ আছে?

★পেমেন্ট দিতে গেলে কোনো মূর্তির ছবি আসেনা অ্যাপ ব্যবহার করতে গেলে বা ওয়েব সাইটে কোনো মূর্তির ছবি আসে না।

★শুধু এড দেখে কিছু পয়েন্ট দেয় সেখানে মূর্তির ছবি আসে?।

আমার প্রশ্নের মূল উদ্দেশ্য ছিলো যে অ্যাপ কতৃপক্ষ যে এডে মূর্তি দেখাইছে সে কারনে তাদের অ্যাপ পেমেন্টের মাধ্যমে ব্যাবহার করা যাবে কি?

২।মুসলিম হিসেবে গুনাহ না করা উচিৎ যদি নফসের তাড়নায় গোনাহ করে ফেলি তাহলে কি নফসের পুজা শিরক বা কুফরি হবে?

৩।কবিরা সগিরা গোনাহকে গোনাহ জেনে খারাপ মনে করে করলে  নফসের অনুসরন করা   শিরক করা হবে?


৪।কবিরা গোনাহ কি কুফরির দিকে নিয়ে যায়। কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাথে নাটক দেখে বান্দার হক নষ্ট করে সে কি কাফের হওয়ার সম্ভবনা থাকে?
৫।বান্দার হক নষ্ট করলে কি কোনো ইবাদাত কবুল হবে না?
related to an answer for: হালাল হবে কি না?
closed

1 Answer

+1 vote
by (590,550 points)
selected by
 
Best answer
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)

اَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوا اجۡتَنِبُوۡا كَثِیۡرًا مِّنَ الظَّنِّ ۫ اِنَّ بَعۡضَ الظَّنِّ اِثۡمٌ وَّ لَا تَجَسَّسُوۡا وَ لَا یَغۡتَبۡ بَّعۡضُكُمۡ بَعۡضًا ؕ اَیُحِبُّ اَحَدُكُمۡ اَنۡ یَّاۡكُلَ لَحۡمَ اَخِیۡهِ مَیۡتًا فَكَرِهۡتُمُوۡهُ ؕ وَ اتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِیۡمٌ
হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক। নিশ্চয় কোন কোন অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশ্ত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাক। আর তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ অধিক তাওবা কবূলকারী, অসীম দয়ালু।(হুজুরাত-১২)


একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার খোতবার দোষ অন্বেষণকারীদের সম্পর্কে বলেছেনঃ “হে সেই সব লোকজন, যারা মুখে ঈমান এনেছো কিন্তু এখনো ঈমান তোমাদের অন্তরে প্ৰবেশ করেনি, তোমরা মুসলিমদের গোপনীয় বিষয় খোঁজে বেড়িও না। যে ব্যক্তি মুসলিমদের দোষ-ত্রুটি তালাশ করে বেড়াবে আল্লাহ্ তার দোষ-ত্রুটির অন্বেষণে লেগে যাবেন। আর আল্লাহ যার ত্রুটি তালাশ করেন তাকে তার ঘরের মধ্যে লাঞ্ছিত করে ছাড়েন।” [আবু দাউদ: ৪৮৮০]

মু'আবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ “তুমি যদি মানুষের গোপনীয় বিষয় জানার জন্য পেছনে লাগো। তাদের জন্য বিপর্যয় সৃষ্টি করবে কিংবা অন্তত বিপর্যয়ের দ্বার প্রান্তে পৌছে দেবে।” [আবু দাউদ: ৪৮৮৮] অন্য এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “মুসলিমদের গীবত করো না এবং তাদের দোষ অনুসন্ধান করো না। কেননা, যে ব্যক্তি মুসলিমদের দোষ অনুসন্ধান করে, আল্লাহ তার দোষ অনুসন্ধান করেন। আল্লাহ যার দোষ অনুসন্ধান করেন, তাকে স্ব-গৃহেও লাঞ্ছিত করে দেন।” [আবু দাউদ: ৪৮৮০]


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সাধারণত স্বামীর জন্য স্ত্রীর দোষ তালাশ করা এবং স্ত্রীর জন্য স্বামীর দোষ তালাশ করা নাজায়েয। তবে হ্যা, বিশেষ জরুরতে গোয়েন্দাগিরি করা যেতে পারে।  

যে এ্যাপ কতৃপক্ষ এডে মূর্তি দেখাইছে, সে কারনে তাদের এ্যাপ পেমেন্টের মাধ্যমে ব্যাবহার করা নিষেধ হবে না।

(২)
যদি নফসের তাড়নায় গোনাহ করে ফেলা হয়, তাহলে সেটা নফসের পুজা শিরক বা কুফরি হবে না।

(৩) কবিরা সগিরা গোনাহকে গোনাহ জেনে খারাপ মনে করে করলে,  নফসের অনুসরন করা হবে ঠিক তবে শিরক করা হবে না।

(৪) কবিরা গোনাহ শেষ পর্যন্ত কুফরির দিকে নিয়ে যেত  পারে। কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাথে নাটক দেখে বান্দার হক নষ্ট করে, সে কাফের হবে না তবে কুফর শিরকের দিকে আকৃষ্ট হওয়ার সম্ভবনা থাকবে।

(৫) বান্দার হক নষ্ট করলে কোনো ইবাদাত কবুল হবে না। তবে আল্লাহ চাইলে কবুল করে নিতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...