ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُولَـٰئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا
অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন, যারা ভূলবশতঃ মন্দ কাজ করে, অতঃপর অনতিবিলম্বে তওবা করে; এরাই হল সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ। (সূরা নিসা-১৭)
বিবাহ শুদ্ধ হওয়ার জন্য ইজাব কবুল হওয়া শর্ত। ইজাব কবুলের মধ্যে একটি অতীতকাল বাচক এবং অন্যটি বর্তমান বা ভবিষ্যত কাল বাচক হলেও বিবাহ শুদ্ধ হয়ে যায়। উভয়টি অতীতকাল বাচক হওয়া শর্ত নয়। যে কোনো একটি অতীতকাল বাচক হলেই বিবাহ শুদ্ধ হয়ে যাবে।
لما في الفتاوي الهندية ج ١- ص:٢٧٠
ينعقد بالإيجاب والقبول وضعا للمضي أو وضع أحدهما للمضي والآخر لغيره مستقبلا كان كالأمر أو حالا كالمضارع،
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণ অনুযায়ী আপনার বিয়ে বিশুদ্ধ হয়েছে।আপনি এখনই তাওবাহ করে নিন।