আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,আমার বোন একটা অনলাইন জব করে,মানে সে অনলাইন টিচার।একটা কোচিং সেন্টারের অনলাইনে যে প্রশ্ন-উত্তর সার্ভিস আছে,সেটার টিচার সে।ওইখানে আমিও এপ্লাই করছিলাম,কিন্তু ফোর্থ ইয়ারে পড়তাম,সিনিয়র এইজন্য নেয় নি।আমি অনেক রিকোয়েস্টও করছিলাম যে এটা আমার দরকার।বাট তাও নেয় নি,সিনিয়রদের নেয় না।আমিতো অসুস্থ,আমার ওষুধ আর ফিজিওথেরাপি আরও অনেক আনুষঙ্গিক খরচ হচ্ছে বেশ।বাসা থেকে নিতেও খারাপ লাগছে,তাই আমি আমার বোনের সহকারী হিসেবে এখানে প্রশ্ন সলভ করি।আমি যথেষ্ট পরিশ্রমও করি।এখন আমার প্রশ্ন হলো এখান থেকে যে ইনকাম আসবে সেটা কি হালাল হবে আমার জন্য?কারন তারা তো জানছে না যে আমিও সেখানে প্রশ্ন সলভ করছি।আর তাদের রুলসে এটা বলাও নেই যে এক সাথে ২জন করা যাবে না।তাদের রুলস সঠিক উত্তর আর একটিভ থাকতে হবে।একটু জানাবেন আমাকে?আমি এই টাকা নিতে পারবো কিনা।এখন আমি টিউশনিও করাতে পারবো না,কাছে টিউশন নেই,দূরে জার্নি করা আমার জন্য মানা করে দিছে ডাক্তার।এইজন্য এটা আমার জন্য অনেক সহজ।অনলাইন বিজনেস আমার একদম ভালো লাগে না,এটাতে অনলাইনে থাকতে হয় বেশি।আর অনেক ঝামেলাও,টাকারও দরকার।আমার কাছে তো টাকাই নেই চলার।বিজনেস কিভাবে করবো।