আসসালামু আলাইকুম।
আমি দ্বীনে ফিরছি ২০ সালে এর আগে মুটামুটি দ্বীন পালন করতাম কিন্তু না বুঝে।তারপর এসএসসি এক্সামের সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে একটা ছেলের সাথে সে আমায় বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমরা কেউ রাজি হইনি।আর ওদের বিরুদ্ধে কিছু করিওনি কারন তখন লীগের নেতাদের পাওয়ার ছিল।তারপর কোনভাবে না পেরে আমায় আশিক জিনের মাধ্যমে জাদু করে এর ফলে আমি এখনো ভুগতেছি।১০ সেশন নিয়েছি সরাসরি রুকইয়াহ এর।এখনো শরীরে আছে।আশিক জিনটা ক্ষতি করে +উল্টা পাল্টা চিন্তা এনে দেয় নিজের ক্ষতি করার মত।পাশাপাশি মনে হয় কথাও বলে পজেটিভ কিন্তু আমি আসলে বুঝতে পারিনা আসলে আমি নিজে নিজে কথা বলি কি কারো সাথে বলি।এই অবস্থায় কলেজে ভর্তি হলে সেখনে একটা এফ পছন্দ করে। আর আমি নিকাব ও করি কিন্তু তখন ফ্রী মিক্সিং সম্পর্কে না-জানার কারনে আর্মি শাসিত কলেজে ভর্তি হইছিলাম।তারপর ওই এফটা অনেক ভাবে আমার সাথে কথা বলার ট্রাই করতো আমি বলতাম না ননমাহরাম না জানার আগে হাতেগুনা এলাকার আর কলেজের ১জনের এর সাথে কথা বলতাম টুকটাক। ওই ছেলেটার সাথে ও ২/৩ দিন একটু কথা হইছে যার সব ছিলো নেগেটিভ মত মানে আমি ওকে পছন্দ করিনা বা রাজি না।আর এমনে বলছিলাম আমার কাজিনের সাথে বিয়েও ঠিক করা আছে।তারপরও ঘুরতো। বন্ধু বান্ধবী সবাই ওইটা নিয়ে মজা নিতো।আমার নাম ভেংগায় মজা নিতো আরও ট্রল বুলিং করতো।তারপর আমরা এক্সাম দিয়ে যে যার মতো চলে আসি।মাঝখানে এডমিশন এ কারো সাথে যোগাযোগ হয়নি।তারপর আমি মহিলা কলেজে ভর্তি হই ওই ছেলেটা সেকেন্ড টাইম দিয়ে আমার কলেজের কাছে একটা ভার্সিটিতে চান্স নেয়।আর আমার বান্ধবীদের থেকে আমার সব খোজ নিতো।আমার সব নাকি জানে।তারপর আরও অনেক কিছু হয়।এরমধ্যে আমি একদিন সহ্য করতে না পেরে সব কিছু বলি আর এমন বিরক্ত আরও কতদিন করবে জিগাই। তারপর বলি ওর জন্য আমি কলেজ চেন্জ করি।মুটামুটি সব কথা বলার পর ওই বলে ওর বোকামির জন্য এমন আর ওইও নাকি টিছি নিয়ে অন্য ভারসিটিতে চলে গেছে যেন আমি আর বিরক্ত না হই । জানিনা শিয়র গেছে কিনা। কারন খোজখবর রাখিনা।তারপর সব বলার পর বলে ও গিল্টি ফিল করে তো আমি বলি এটার শাস্তি চাইলে তুই আমায় ব্লক কর আর আমার কোন খোজ নিস না +আমার ক্লোজদের আমার কথা জিগাসনা।পরে বলে আচ্ছা। আর ব্লক করে দেয় আমাক।
এখন কথা হচ্ছে কিছুদিন পর আমার বাসায় বিয়ের কথা হচ্ছে যদিও হয়ত লেট হবে আরও।এখন আমার মনে একটা মিশ্র চিন্তা আসতেছে যে ওকে সুযোগ দেওয়া উচিত কিনা।কারন বিয়ের জন্য প্রকৃত দ্বীনদার ছেলে পাওয়া খুবি টাফ।আর আমার বাসায় দ্বিনদার দেখলেও তারা আগে টাকা দেখবে।কারন তারা ভাবে হাফেজ আলেমরা গরীব হয় নাউ* আশেপাশের ওমন লোকজন দেখার কারনে হয়ত এমন ধারনা।কিন্তু তারা প্রকৃত কাউকে এনে দিবেননা জানি কারন ওনারা চান আমি ছেলে ঘটক বা ছেলের বাবাকে মুখ দেখাবো বা খুব কঠোর হবো না এসবে।আর এখনে এমন করলে তখন আরও যে কি হবে আল্লাহ আলাম।
আর ছেলেটা আগে থেকে পরিবর্তন হতে চাইতো কিন্তু পরিবেশ এর কারনে নাকি পারতো না।মাঝখানে বান্ধবী রা বলে যে চেন্জ হইছে নাকি নামাজ পড়ে দাড়ি রাখছে সব পারে না টুকটাক করতেছে চেষ্টা। কলেজে থাকতেও দেখতাম নামাজে যাইতো কিন্তু এটা লোক দেখানো ছিল কিনা আল্লাহ আলাম।তারপর বলে নাকি নিজেকে চেন্জ করবে। কারো হেল্প পেলে সুবিধা হতো সেটা যে কারো হোক।তো তাবলীগ এর মাধ্যমে বা আইওএম এ ফরজে আইন কোর্স করে চেঞ্জ হতে বলাতে পারি কি??।বান্ধবীরা আরও বলতো যে তুই যেভাবে চাস ওকে পরিবর্তন করে নিতে পারবি যদিও জোর দিয়ে বলার সাহস পেত না আমি ওসব শুনতে চাইতাম না জন্য ।যদিও এটা আল্লাহ না চাইলে হবেনা।আর আমি চাইলেও হেদায়েত আল্লাহ প্রদত্ত।কিন্তু পরিবর্তন হচ্ছে আমার মত নেগেটিভ জেনেও।আর আমরা দুজনেই সেম ইয়ার এ,কোনভাবে বাসায় মানাই যদি ইজাব করে উঠায় না নিয়ে ওর জব ওবদি ওয়েট করি।তাহলে নিজেদের স্টাডিরও সময় পেলাম। আর তারপর বাসায় উঠায় নিলো।ফেতনা থেকেও বাচলাম দুজনেই।আর ফেতনা থেকে নিজেকে বাচাইতে বাচাইতে ক্লান্ত আমি। ওই যদি দ্বীনদার হয় তাহলে একটা সমস্যা ছাড়া আর কোন সমস্যা হবে না ইনশা আল্লাহ আশা করা যায়। কারন পারিবারিক ভাবে ভালোই।সমস্যা টা হচ্ছে আমার বাসায় আমার মা দুরে বিয়ে না দেওয়া পক্ষে।পারলেতো একটা মেয়ে তাকে জামাই সহও রাখবে।এলাকায় বিয়ে দিবে কিন্তু এলাকায় ওমন ছেলে নেই আর আমাদের এলাকার পরিবেশ ও ভালো না পর্দার ক্ষেত্রে। সেই ছেলে চাইলেও ৮০%ওহবে না।এর মাঝে আমি অনবরত দুয়া করে যাচ্ছি যা কল্যানকর তাই হওয়ার জন্য আরও আমি ২+২ করে ইস্তেখারা সালাত আদায় করি আর ছোট দুয়াটা সবসময় পড়তে থাকি।তো আমার আসলে আগে যে একটু নেগেটিভ ভাবনা ছিল যে হবে না হয়ত কিন্তু ইস্তেখারা র পর মনে হচ্ছে দুয়ার মাধ্যমে হয়ত চেঞ্জও হতে পারে। কারন আমি ফেতনা থেকে বাচতে কল্যানকর সব চাইতাম আর একটা সময় এসে এটাও বলতাম আল্লাহ ওর মন থেকে আমায় সরাই দাও আর নাহয় ওর জন্য যে কল্যানকর তাকে পাঠাও ওর জীবনে।আমায় মুক্তি দাও।কিছু না করেও চাপ নেওয়া আমার । তারপরও সে থাকতো।এখন কথায় কথায় একদিন আমি আমার আম্মুকে বলছিলাম কলেজের একটা ছেলে বান্ধবী দের বলছে আমাদের বাসায় বিয়ে র প্রস্তাব দিবে।তখন বলে ছেলে কেমন ভালো কিনা বলছি মুটামুটি দ্বিনদার আরও পরিবর্তন হচ্ছে। আর যখন বলে বাড়ি কই বলি দুরে ওইখানে তখন রেগে যায় আর বলে যার যেখানে ভাল খুজে নাও।ওতদুর বিয়ে হলে একাই থাকিস মানে সবমানলেও দুর টা মানতে পারবেনা।আমার বাবা ভাইদের বিষয়ে জানিনা মানবে কিনা মানার সম্ভবনা বেশি ।আর এসব শুধু আমি ভেবে রেখেছি,ওই ছেলেও বা কেউ জানেনা।আমরা দুজনেই অনার্সে নিউ ফাস্ট ইয়ার এ।এখন এই পরিস্থিতি তে কি করতে পারি উস্তাদ।