আসসালামু আলাইকুম,
শাইখ একজনের পক্ষ থেকে প্রশ্নটি করা
“ঘরের পোলাও, মাংশ, রোস্ট এই ধরনের খাবারে তেলাপোকা, মশা টাইপের পোকা পড়ে থাকে অনেক সময়। ঘরের কেউ একজন সেটা জানল কিন্তু বাকি কেউ জানল না। এখন এতগুলো মানুষের খাবার এগুলো তো ফেলেও দেওয়া যায়না। যে জানতে পেরেছে সে যদি এটা না বলেই সবাই মিলে খাবারটা খেয়ে ফেলে তাহলে কি গোনাহ হবে? ”