আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
221 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
আসসালামুআলাইকুম
ঘুম থেকে উঠার দোয়া টি এলার্ম টোন হিসেবে ব্যবহার করলে গুনাহ হবে ?

কোন বৈঠক শেষে যে দোয়া পড়তে হয় এই দোয়ার ফজিলত সম্পর্কে জানতে চাই
আমি একজন থেকে জানতে পেরেছি এই দোয়াটি পড়লে বৈঠকে যে ভাল কাজ করা হয় তা আমলনামায় লেখা হয় এবং যা গুনাহের কাজ করা হয় তা মাফ করে দেয়া হয়
যদি কেউ নিজে মোবাইল টিপছে  বা কোন কাজ করছে এই অবস্থায় যদি কোন গুনাহের কাজ করে ফেলা হয় তখন বৈঠক শেষের দোয়াটি পড়লে গুনাহ মাফ করে দেওয়া হয় এ কথা কি সত্যি

1 Answer

0 votes
by (606,750 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
যিকির বা দু'আ কে হাতিয়ার বা অস্র বানানো নাজায়েয ও হারাম।সুতরাং ঘুম থেকে জাগ্রত হওয়ার হাতিয়ার হিসাবে ঘুম থেকে জাগ্রত হওয়ার দু'আকে এলার্ম হিসেবে দেয়া কখনো জায়েয হবে না।হ্যা দু'আ শিক্ষার নিয়তে সাময়িকভাবে দেয়া যেতে পারে।

হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত
ﻋﻦ ﺃﺑﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﻋَﻦِ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ : ( ﻣﻦ ﺟَﻠَﺲَ ﻓﻲ ﻣَﺠْﻠِﺲٍ ﻛَﺜُﺮَ ﻓﻴﻪ ﻟَﻐَﻄُﻪُ ﻓﻘﺎﻝ ﻗﺒﻞ ﺃَﻥْ ﻳَﻘُﻮﻡَ ﺳُﺒْﺤَﺎﻧَﻚَ ﺭَﺑَّﻨَﺎ ﻭَﺑِﺤَﻤْﺪِﻙَ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺃﻧﺖ ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُﻙَ ﺛُﻢَّ ﺃَﺗُﻮﺏُ ﺇِﻟَﻴْﻚَ ﺇِﻻَّ ﻏَﻔَﺮَ ﺍﻟﻠﻪ ﻟﻪ ﻣﺎ ﻛﺎﻥ ﻓﻲ ﻣَﺠْﻠِﺴِﻪِ ﺫﻟﻚ ) . ﺃﺧﺮﺟﻪ : ﺃﺣﻤﺪ ( 2/494 ) ، ﻭﺃﺑﻮ ﺩﺍﻭﺩ ( 4859 ) ، ﻭﺍﻟﺘﺮﻣﺬﻱ ( 3762 ) ، ﻭﺍﻟﻨﺴﺎﺋﻲ ﻓﻲ “ ﺍﻟﻜﺒﺮﻯ ” ( 10230 ، 10257 ) ، ﻭ ﻓﻲ “ ﻋﻤﻞ ﺍﻟﻴﻮﻡ ﻭﺍﻟﻠﻴﻠﺔ ” ( 397 ، 424 ) ، ﻭﺍﻟﻄﺒﺮﺍﻧﻲ ﻓﻲ “ ﺍﻟﺪﻋﺎﺀ ” ( 1919 ) ، ﻭﺍﻟﺤﺎﻛﻢ ( 1/720 ) ﻭﻗﺎﻝ : ﻫﺬﺍ ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ ﻋﻠﻰ ﺷﺮﻁ ﻣﺴﻠﻢ ﻭﻟﻢ ﻳﺨﺮﺟﺎﻩ . ﻭﺻﺤﺤﻪ ﺍﻷﻟﺒﺎﻧﻲ ﻓﻲ “ ﺍﻟﺼﺤﻴﺤﺔ ” ( 2651 )
রাসূলুল্লাহ সাঃ বলেন,কোনো মজলিসে সগিরা গোনাহ হয়ে গেলে,সেই মজলিস থেকে উঠার পূর্বে যদি কেউ এই দু'আ পড়ে নেয়,তাহলে উক্ত মজলিসের সমস্ত সগিরা গোনাহ এবং আল্লাহ চাহে তো কবিরা গোনাহও মাফ হয়ে যাবে।দু'আটি এই-
ﺳُﺒْﺤَﺎﻧَﻚَ ﺭَﺑَّﻨَﺎ ﻭَﺑِﺤَﻤْﺪِﻙَ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺃﻧﺖ ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُﻙَ ﺛُﻢَّ ﺃَﺗُﻮﺏُ ﺇِﻟَﻴْﻚَ
(সুনানে তিরমিযি-৩৭৬২)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হাদীসে সগিরা গোনাহ মাফ হওয়ার কথা বর্ণিত হয়েছে।কবিরা গোনাহ সম্পর্কে হাদীসে মাফের ঘোষণা উহ্য।কবিরা গোনাহ তাওবাহ ব্যতীত মাফ হয় না।সুতরাং মুবাইল দ্বারা কোনো কবিরা গোনাহ কেউ করলে,সেই গোনাহ উক্ত দু'আ দ্বারা মাফ হওয়ার বিষয়টা নিশ্চিত নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...