ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সেই বিয়েই বরকতপূর্ণ যাতে খরচ নিতান্তই কম হবে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
وَعَن عَائِشَةَ قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤْنَةً» . رَوَاهُمَا الْبَيْهَقِيّ فِي شعب الْإِيمَان
(مشكوة،كتاب النكاح،الفصل الثالث،930/2، ط: المكتب الإسلامي - بيروت)
৩০৯৭। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ সর্বাপেক্ষা বরকত–পূর্ণ শাদী–বিবাহ হইল যাহা সর্বাপেক্ষা কম কষ্টে নির্বাহ হয়। — বায়হাকী শোআবুল ঈমানে হাদীস দুইটি রেওয়ায়ত করিয়াছেন।(মিশকাত-৩০৯৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/105437
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিয়ের সময় পাত্রীর পোশাক পর্দা সম্মত হওয়াই উচিত। এবং অপচয় মুক্ত হওয়া উচিৎ। কালো কালার ছাড়া অন্য যে কোনো কালারের পোশাক পরা জায়েয রয়েছে। বড় উড়না দিয়ে সমস্ত শরীর ঢেকে রাখতে হবে। বিয়েতে কনের সাজ নাজায়েয নয়। তবে ধোকামুক্ত হতে হবে ।এবং উদ্দেশ্য শুধুমাত্র স্বামীকে দেখানো হতে হবে।