আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
559 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (7 points)
edited by

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমি জনৈক দম্পত্তির পক্ষে জানতে চাচ্ছি।উক্ত স্বামী-স্ত্রী বিভিন্ন কারনে বিয়ের পর থেকে একে অন্যের থেকে দূরে অবস্থান করছেন। বিয়ের পর থেকে উনাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয় নি। এই অবস্থায় বিভিন্ন কারনের প্রেক্ষিতে ২০২০সালের ডিসেম্বরের ৫ তারিখ স্বামী মেসেজের মাধ্যমে স্ত্রীকে 'এক তালাক দিলাম' লিখে জানান। এর ৪-৫দিনের মধ্যে স্ত্রীকে ফিরে নিলেন বলে মেসেজ দেন এবং ফোনে দুইজন অন্তরংগ সময় কাটান। তারপর থেকে দুজন স্বাভাবিক অবস্থায় আছেন।  উল্লেখ যে এখন পর্যন্ত(১৯ ফেব্রুয়ারী ২০২১) উনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় নি। 

এখন জানতে চাওয়ার বিষয় হলঃ

  1. সহবাস না করে এক তালাক দেয়ার ফলে কি বিয়ে সম্পুর্ন ভেংগে যাতে পারে?
  2. স্বামী ফিরিয়ে নিলাম বলার পর তাদের এই বিয়ে কি এখন শুদ্ধ আছে?

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
বিয়ের পর থেকে নিয়ে এ পর্যন্ত তথা কখনো যদি সহবাস না হয়ে থাকে,এবং এমতাবস্থায় তালাক হয়ে যায়,তাহলে এক তালাক দ্বারা তালাকে বায়েন হয়ে যাবে।বায়েন হওয়ার অর্থ হল,এক তালাক দ্বারা বিয়ে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে।পরবর্তীতে  স্বামী কথা দ্বারা ফিরিয়ে নিতে পারবে না।বরং সাক্ষীদের উপস্থিতিতে নতুন মহর দ্বারা বিবাহ করতে হবে।

কিন্তু যদি বিয়ে পর সহবাস হয়ে থাকে,তাহলে স্বামীর মুখের কথা ফিরিয়ে নিলাম দ্বারা আবার সম্পর্ক ঠিক হয়ে যাবে।বিবাহ পুনর্বহাল হবে।

হবাসের পূর্বে তালাক দিলে ইদ্দত পালন করতে হয়না। বরং ইদ্দত পালন ছাড়াই অন্যত্র বিয়ে করতে পারা যায়।সে হিসেবে প্রশ্নোল্লিত বিয়ে সহীহ হয়েছে।আরো জানুন- 10157

ﺍﺭﺑﻊ ﻣﻦ ﺍﻟﻨﺴﺎﺀ ﻻ ﻋﺪﺓ ﻋﻠﻴﻬﻦ ﺍﻟﻤﻄﻠﻘﺔ ﻗﺒﻞ ﺍﻟﺪﺧﻮﻝ، ( ﺍﻟﻔﺘﺎﻭﻯ ﺍﻟﻬﻨﺪﻳﺔ، ﺍﻟﺒﺎﺏ ﺍﻟﺜﺎﻟﺚ ﻋﺸﺮ ﻓﻰ ﺍﻟﻌﺪﺓ 526\1- )
ﺇﻥ ﻛﺎﻥ ﺍﻟﻔﺴﺎﺩ ﺑﻌﺠﺰﻩ ﻋﻦ ﺍﻟﻮﻃﺊ ﺣﻘﻴﻘﺔ ﻻ ﻳﺠﺐ ﻋﻠﻴﻬﺎ ﺍﻟﻌﺪﺓ، ﻭﻛﺬﺍ ﻟﻮ ﻃﻠﻘﻬﺎ ﻗﺒﻞ ﺍﻟﺨﻠﻮﺓ، ( ﺧﺎﻧﻴﺔ ﻋﻠﻰ ﻫﺎﻣﺶ ﺍﻟﻬﻨﺪﻳﺔ 549\1- )
ﻭﺳﺒﺐ ﻭﺟﻮﺑﻬﺎ ﻋﻘﺪ ﺍﻟﻨﻜﺎﺡ ﺍﻟﻤﺘﺄﻛﺪ ﺑﺎﻟﺘﺴﻠﻴﻢ، ﻭﻣﺎ ﺟﺮﻯ ﻣﺠﺮﺍﻩ ﻣﻦ ﻣﻮﺕ ﺃﻭ ﺧﻠﻮﺓ ﺃﻯ ﺻﺤﻴﺤﺔ ( ﺍﻟﺪﺭ ﺍﻟﻤﺨﺘﺎﺭ ﻣﻊ ﺭﺩ ﺍﻟﻤﺤﺘﺎﺭ 180\5- )
ﺃﻣﺎ ﺳﺒﺐ ﻭﺟﻮﺑﻬﺎ ﻓﻠﻜﻞ ﻧﻮﻉ ﻣﻨﻬﺎ ﺳﺒﺐ، ﺍﻟﺜﺎﻧﻰ ﺍﻟﺪﺧﻮﻝ ﺣﻘﻴﻘﺔ ﺃﻭ ﺣﻜﻤﺎ ( ﺍﻟﺒﺤﺮ ﺍﻟﺮﺍﺋﻖ 216\4- ، ﺍﻟﻔﺘﺎﻭﻯ ﺍﻟﺘﺎﺗﺎﺭﺧﺎﻧﻴﺔ 226\5- ، ﺭﻗﻢ 7722- )ﻭﺍﻟﻠﻪ ﺍﻋﻠﻢ ﺑﺎﻟﺼﻮﺍﺏ


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (7 points)
শায়েখ, 'এই বিয়ে সহীহ' এই বিষয়টা বুঝলাম না। যেহেতু আপনি প্রথমে বললেন যে সহবাস ছাড়া এক তালাক দিলে বিয়ে সম্পুর্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সম্ভবত এই বিয়ে সহীহ না, তাই বুঝাতে চেয়েছেন।

যেহেতু উনাদের প্রথম তালাক দেয়া হয়েছিল ২০২০সালের ডিসেম্বরের ৫ তারিখ। সেই হিসেবে জানুয়ারি এবং ফেব্রুয়ারী দুইমাস অতিক্রম হয়ে গেছে। তাহলে কি দ্বিতীয় এবং তৃতীয় তালাকও পরে গেছে? নাকি দ্বিতীয়, তৃতীয় এর প্রয়োজন নাই?

তাছাড়া শায়েখ, সহবাস ছাড়া এক তালাকে বিয়ে ভেংগে যায় এই বিষয় না জানা থাকার দরুন উনারা তো স্বামী-স্ত্রীসুলভ আচরণ বহাল রেখে ছিলেন, এই জন্য কি উনাদের গুনাহ হবে? 

বর্তমানে এই অবস্থায় স্ত্রীকে ফিরিয়ে নিতে পুনরায় বিয়ে করতে হবে, যেমনটা আপনি উত্তরে বললেন? 
by (597,330 points)
edited by
বাসর রাত তথা প্রথম সহাবাসের পূর্বে  তালাক দিলে তখন বায়েন তালাক পতিত হয়ে থাকে।যেহেতু  এই মহিলার ইদ্দত নেই,তাই সাথে সাথে ঐ মহিলা অন্য কোথাও বিয়ে বসতে পারবে।এটাই আমি বলেছি।সহবাস অর্থ প্রথম বার সহবাস।এক তালাক বায়েন পতিত হওয়ার পর আর কোনো তালাক পতিত হবে না।কেননা বায়েন অর্থ বিচ্ছিন্ন । আর বিচ্ছিন্ন অবস্থায় তালাক পতিত হয়না।তবে কিছু দিন সহবাস হীন কাটলে যে তালাক পতিত হবে, বিষয়টা মূলত এমন নয়।
by (597,330 points)
আশা রাখি বুঝতে পেরেছেন।
by (7 points)
edited by
আলহামদুলিল্লাহ শায়েখ, বুঝতে পেরেছি। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। আমিন।

শায়েখ আর একটি বিষয় আমি আপনাকে জানাতে চাচ্ছি। বিষয়টা লজ্জার তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। উক্ত স্বামী-স্ত্রী একাধিকবার অন্তরংগ সময় কাটিয়েছে। একে অন্যের লজ্জাস্থানে প্রবেশ ব্যতীত স্বামী-স্ত্রী সূলভ অন্যসব আচরণই তাদের মধ্যে ঘটেছে। এই অবস্থায়ও তাদের তালাক বায়েন তালাক হিসেবেই গন্য হবে?

বায়েন তালাক হিসেবেই যদি গন্য হয় তবে কি শায়েখ উক্ত স্বামী কি যেকোনো সময় চাইলেই উক্ত স্ত্রীকে পুনরায় বিয়ে করতে পারবেন?
by (7 points)
শায়েখ এই ব্যাপারে জানালে খুব উপকার হতো ইনশাআল্লাহ 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...