আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
91 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
আসসালামু আলাইকুম।   আমার বিবাহের ক্ষেত্রে মোহর নির্ধারণ করেছি এক লক্ষ টাকা। পুরোটা নগদ দেবো। কিন্তু এখন কথা হচ্ছে মেয়ের পরিবার আকদ করে রেখে দেবেন এবং ৩-৪মাস পরে মেয়ে বিদায় করবেন। আমার কাছে এই মুহূর্তে ৬০ হাজার টাকার স্বর্ণ আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইজাব কবুল এর সময় কি আমাকে এই পুরো ১ লক্ষ টাকা পরিশোধ করতে হবে তারপর বিয়ে সম্পন্ন হবে নাকি ইজাব কবুলের ক্ষেত্রে শুধু মোহর উল্লেখ করে ইজাব কবুল করে নিলে বিয়ে সম্পন্ন হয়ে যাবে? আর পুরো মোহর স্ত্রীর সাথে মিলিত হওয়ার আগে পরিশোধ করবো।  তাহলে কি এভাবে বিয়ে সম্পন্ন হবে?  এবং কাবিন নামায় পুরো পরিশোধ লেখা যাবে কি?

1 Answer

0 votes
by (64,500 points)

ওয়া ‘আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকা-তুহু।

বিসমিল্লা-হির রহমা-নির রহীম।

জবাবঃ

https://www.ifatwa.info/7155/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,

মহর সম্পর্কে দু রকম বক্তব্য পাওয়া যায়,

মহর উসূল ব্যতীত রাসূলুল্লাহ সাঃ হযরত আলীকে ফাতেমার ঘরে প্রবেশ করতে দেননি। দ্বিতীয় হাদীসে হযরত আয়েশা রাযি মহর পরিশোধ ব্যতীত ভিন্ন একজনকে তার স্ত্রীর নিকট প্রেরণ করেছেন।

عن ابن عباس رضي الله عنهما قال: لما تزوج علي فاطمة رضي الله عنها أراد أن يدخل بها، فمنعه رسول الله ﷺ حتى يعطيها شيئًا، فقال: ليس لي شيء، فقال عليه الصلاة والسلام: أعطها درعك، فأعطاها درعه ثم دخل بها. أخرجه أبو داود


٣٣٧٦ - أَخْبَرَنَا هَارُونُ بْنُ إِسْحَقَ، عَنْ عَبْدَةَ، عَنْ سَعِيدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَمَّا تَزَوَّجَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ فَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطِهَا شَيْئًا» قَالَ: مَا عِنْدِي، قَالَ: «فَأَيْنَ دِرْعُكَ الْحُطَمِيَّةُ؟» أخرجه النسائي


أما الحديث الآخر وهو: عن عائشة رضي الله عنها قالت: "أمرني رسول الله ﷺ أن أدخل امرأةً على زوجها قبل أن يعطيها شيئًا"، أخرجه أبو داود،

সুতরাং এই উভয় হাদীসকে সামনে রেখে বলা যায় যে, মহর সম্পূর্ণ স্ত্রীর হক। স্ত্রী যদি চায় যে, মহর পরিশোধ ব্যতীত সে স্বামীকে কাছে আসতে দেবে না, তাহলে স্বামী কাছে যেতে পারবে না।কিন্তু যদি স্ত্রী অনুমতি দিয়ে দেয়, তাহলে মহর পরিশোধ ব্যতীতও স্বামী তার স্ত্রীর নিকট পৌছতে পারবে।

এ বিধান হলো যদি বিয়ের সময় আলোচনা থাকে যে, মহর তারাতারি পরিশোধিত হবে। কিন্তু যদি আলোচনা থাকে যে, মহর বাকীতে পরিশোধ করা হবে, তাহলে এমতাবস্থায় স্ত্রী তার স্বামীকে মহরের পরিশোধের জন্য আটকাতে পারবেনা।


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!


জী হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে মহর বাবদ ৪০ হাজার টাকা পরে দিতে চাইলেও এতে বিয়ে সহীহ হয়ে যাবে। ইজাব-কবুলের সময় পুরো ১ লক্ষ টাকা না দিলেও বিয়ে সহীহ হয়ে যাবে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ইজাব-কবুলের সময় কাবিননামায় ১ লক্ষ টাকা মহর লিখে ৬০ হাজার টাকা উসুল লিখবেন। আর ৪০ হাজার টাকা বাকী লিখে যেদিন উঠিয়ে নিয়ে আসবেন সেদিন দিয়ে দিলেও হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...