আসসালামু আলাইকুম,আমি বিয়ের ৪/৫বছর আগে দ্বীনের পথে ফিরে আসছি, এবং আল্লাহ র কাছে প্রচুর দোয়া করেছি সুরা,কাছাছের ৭৪ নাম্বার আয়াত ও আমল করেছি দোয়ার জন্য, তারপর ফ্যামেলি অনেক চাপ দিতো যে বিয়ের জন্য আমি রাজি হতাম না, আমার সাপোর্ট করার কেউ ছিলো না,এক সময় বাবা জানান যে তিনি চেস্টা করেছেন আমি যেমন চাই তেমন পাওয়া যায় না কয়েকজন দ্বীনদার পাওয়া গেছিলো তারা ছিলো লেবাসদ্বারী, তারপর আমি বললাম যে কমপক্ষে নামাজ, রোজা করে, আমাকে পর্দা করতে দিবে এরকম একটা ফ্যামেলির সম্বন্ধে রাজি হয়ে যাই কিছু করার ছিলো না,(বাবা বলছিলেন এটা না করলে তিনি আর আমায় বিয়ের দেওয়ার চেস্টা করবেন না) ভাবছিলাম নামাজ তো পরে অন্য কোনো খারাপ কাজেও জড়িত নয়, তাই সেখাইনে আল্লাহর ইচ্ছে আমার বিয়ে হয়,এখন আমার বিয়ের ১১মাস স্বামী নামাজ পড়ে না শুধু জুম্মা পড়ে, বুঝাইলে তখন বাসায় থাকলে ২/৩ ওয়াক্ত তখন পড়েন,রোজা রাখেন তবে রোজা রেখে শুধু মাগরিব পড়তেন তাও আমার পীরাপিড়িতে। এখন যেখানে কাজ করেন যেখানে হালাল হারাম মিশ্রিত পন্য আমি বুঝাচ্ছি অন্য কাজ দেখার জন্য জানিনা কি হবে! উস্তায আমি খুবই হতাশায় ভুগতেছি আমার মনে হয় আমার জন্য এরকম হইছে আমি যদি আরো শক্ত হইতাম তাহলে হইতো এই কঠিন যুগে আমাকে বেদ্বীন বিয়ে করা লাগতো না, আমার কি এটা তাকদীরে ছিলো নাকি আমি আমার ভাগ্য বদলাতে চেস্টা করিনি যার ফলে এমন হইছে?? আমার মনে হচ্ছে আমি আস্তে আস্তে দ্বীন থেকে সরে যাবো এরকম মানুষের সাথে থাকলে মাঝে মাঝে মনে হয় মরে যেতে। আমি কি দোয়া জারি রাখবো যাতে আল্লাহ তায়ালা হিদায়েত চাইলে দিতেও পারেন এই আশায়। উনি তিলাওয়াত ও ভুলেগেছেন আমি খুবই মানুষিক অশান্তিতে আছি এসব নিয়ে। আমি কি আমল করলে মনের অস্তিরতা কাটবে, আর কিভাবে দোয়া করবো হেদায়াত এর জন্য???? আফওয়ান গুছিয়ে লিখতে পারিনি লম্বা হয়েগেছে।