আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ
১) আমি চেকলিস্ট ফলো করি, মাঝেমধ্যে আওয়াবীন/ইশরাক বাদ যায়,
▪️এগুলো আমি পরেরদিন বা অন্য সময় কাযা আদায় করতে চাইলে এটা জায়েজ হবে?
(হাদিসে তাহাজ্জুদের কাযা আদায় করা যায় পড়েছিলাম, সেই প্রেক্ষিতে জিজ্ঞেস করা)
২) খুব বেশি সতর্ক থাকারও পরও দিনে সর্বোচ্চ ২-৩বার অজান্তে গীবত হয়ে যায়, তো আমি রাতে মুহাসাবা করে নবীজি ﷺ এর সুন্নাহ অনুসরণে ঘুমানোর আগে দৈনিক ১০০বার বা এরবেশি আন্তরিকভাবে ইস্তেগফার করি, (পুরো দিনের গুনাহ স্মরণ করে এর কাফফারা হিসেবে)
▪️এতে আমার গীবতের + অন্যান্য গুনাহ মুছে যাবে? যার গীবত করেছি তার প্রতি কি আমি আর দায়বদ্ধ থাকবো?
৩) উস্তাযগণ বারণ করেন স্বপ্নের কথা কাউকে না বলতে,
▪️ব্যাখ্যা পেয়ে যাওয়ার পর, স্বপ্নের কথা কাছের মানুষকে বলা যাবে?
▪️যাকে বলবো সে ব্যাখ্যা দিবেনা, তাও শুনানো যাবে?
৪) আমরা যে ১টা প্রশ্নের ভিতরে ৩/৪টা প্রশ্ন করি,
▪️এটা কি আপনাদের জন্য পেরেশানির কারণ হয়? বা এটা কি Ifatwa'র নিয়মের বহির্ভূত?
(আমি আপনাদের পক্ষ থেকে জানতে চাচ্ছিলাম একসাথে কয়েকটা প্রশ্ন করার দরুন যেন আদবের খেলাফ হয়ে না যায়)