জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,
وتفترق أمتي على ثلاث وسبعين ملة، كلهم في النار إلا ملة واحدة، قالوا: ومن هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي.
আমার উম্মত তেহাত্তর ভাগে বিভক্ত হবে।একদল ছাড়া সবাই জাহান্নামে যাবে।সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন,ইয়া রাসূলুল্লাহ সেটি কোন দল?রাসূলুল্লাহ সাঃ বললেন,সেটা ঐ দল,যারা আমার ও আমার সাহাবাদের অনুসরণ করবে।(সুনানু তিরমিযি-২৬৪১)
উক্ত হাদীস দ্বারা বুঝা গেল যে,রাসূলুল্লাহ সাঃ এর পরবর্তী যুগে তেহাত্তর দলের আবির্ভাব হবে।এর মধ্য থেকে একদলই শুধুমাত্র জান্নাতে যাবে।আর অবশিষ্ট বাহাত্তর দল জাহান্নামে যাবে।
উলামায়ে কেরাম কুরআন হাদীসের আলোকে সেই নাজাতপ্রাপ্ত দলকে তালাশ করতে কয়েকটি আলামত নির্ধারণ করলেন।মূলত এই আ'লামত গুলোকেই আহলে সুন্নত ওয়াল জামাতের আ'লামত বলা হয়।
,
আহলে সুন্নাত ওয়াল জামাতের উল্লেখযোগ্য কিছু আক্বিদা-বিশ্বাস সম্পর্কে জানুনঃ
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
"আকীদায় উলামায়ে দেওবন্দের এবারাত" নামে কোনো জামায়াত/গোষ্টির নাম ইতিপূর্বে শুনিনি।
এরা উলামায়ে দেওবন্দের অন্তর্ভুক্ত।
তাদের আকীদা আহলে সুন্নাত আল জামায়াতের আকিদার সাথে সাংঘর্ষিক নয়।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে তাদের মধ্যে বিয়ে হলে সংসারে অশান্তি সৃষ্টি হবেনা,ইনশাআল্লাহ।