আসসালামু আলাইকুম,
আমি কিছুদিন আগে ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম নাগরিকত্ব সনদ/চেয়ারম্যানের সার্টিফিকেটের তোলার জন্য। তো তারা বলে আমাকে, আপনাকে এক কপি ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি আর চৌকিদারী ট্যাক্সের ফটোকপি লাগবে। আমার ২০২৩-২৪ এর ট্যাক্স দেওয়া ছিল তারা বলে আপনাকে ২০২৪-২৫ ট্যাক্স দিতে হবে তো আমি ওই ট্যাক্স দেই৷ ট্যাক্স এর রশিদের ফটোকপি তাদেরকে জমা দেই সার্টিফিকেটের জন্য।
তারা আমার কাছে ১০০ টাকা চায় চেয়ারম্যানের সার্টিফিকেটের জন্য। এবং ৪ দিন পরে সার্টিফিকেট নিয়ে যেতে বলে। এখন আমার কি ১০০ টাকা দিলে গুনাহ হবে কারণ আমি সঠিক জানি না এটা কি ওরা নিজেরাই নিয়ে নেবে নাকি এটা আসলেই সার্টিফিকেটের জন্য সরকার কর্তৃক ১০০ টাকা লাগে।