আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
১) এখানে ১টা স্বপ্নের ব্যাখ্যা চেয়ে প্রশ্ন করেছিলাম, উত্তর পেয়েছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু এর পরেরদিন অন্য উস্তায আবারো ব্যাখ্যা করে উত্তর দিলেন, ২টাই ভিন্ন ব্যাখ্যা । আগেরটা ডিলিটেড ছিলো ।
◾উপরোক্ত ক্ষেত্রে কোন ব্যাখ্যাটা গ্রহণযোগ্য?
২) কেউ স্বপ্ন ব্যাখ্যা করলে প্রথমে যে ব্যক্তি ব্যাখ্যা করেছে তারটাই পতিত হবে? (ব্যাখ্যা সঠিক হোক বা ভুল)
৩) আপনাদের দেওয়া ব্যাখ্যা আর ওই গুগলে ইবনে সীরিনের ব্যাখ্যা নিয়ে অনেক মিল পেয়েছি ।
◾পরের বার ব্যাখ্যা জানতে চাইলে গুগল থেকে সার্চ করে ব্যাখ্যা গ্রহন করা যাবে?
(গুগলে ইবনে সীরিন এর ব্যাখ্যা নিয়ে ব্লগ রয়েছে অনেক, ওখানের কথা বলছিলাম)