আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আমার বাচ্চার বয়স ১৪ মাস। গত একমাস যাবত সে কিছু জিনিস দেখে মাঝেমধ্যে ভয় পাচ্ছে। যেমন, কোনো সুতা, মাটিতে পড়ে থাকা চুল, বাসার ঝুল, বা দেয়ালে কোনো কালো চিকন দাগ। এটাকে আমরা প্রথমে গুরুত্ব না দিলেও পরে মনে হলো কোনো বদনজর বা জিন সংক্রান্ত সমস্যা কিনা।
গত কয়েকদিন আগে, এজন্য আমরা গ্রামের এলাকার একজন মাওলানার কাছে বাচ্চাকে নিয়ে যাই। উনি এলাকায় এই সংক্রান্ত কাজের জন্য পরিচিত। তবে উনি কবিরাজ নন, মাওলানা। অনেকেই উনার কাছে এ জাতীয় সমস্যার জন্য আসেন। আমরাও বাচ্চার সমস্যার কারণে উনার শরণাপন্ন হই।
উনি বাচ্চাকে দেখে বলেন, বাচ্চার মধ্যে এই সমস্যা কবে থেকে। আমরা বলি, এক মাস। এরপর উনি বলেন, বাচ্চার সমস্যা আছে। বাচ্চাকে তাবিজ ব্যবহার করতে হবে। আমরা জিজ্ঞেস করি, কতদিন তাবিজ ব্যবহার করতে হবে? উনি বললেন, হয়তো সারাজীবনই ব্যবহার করতে হবে। যেখান থেকেই এই সমস্যাটা বাচ্চার হোক, সেটা ওকে ছাড়বে না। সেটা ওর ক্ষতি করতে চায়।
এখন, আমাদের কী করা উচিত? আমরা কি তাবিজ নিব? কীভাবে বাচ্চার এই সমস্যার সমাধান করা যবে? দ্রুত সমাধান দিবেন ইনশাআল্লাহ।