আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
উস্তায আমি স্বপ্নে দেখলাম যে,
❝আমি আমার এক বান্ধবীর সাথে হাঁটছিলাম ঘুটঘুটে অন্ধকারে, সামনে ১টা জায়গায় আলোর দেখা পাবো তাই ওই পথ ধরে যাচ্ছিলাম, পথিমধ্যে সে আমাকে ছেড়ে দেয় আর আমি একা পথ চলতে লাগলাম, খুব কষ্ট হচ্ছিলো ।
রাস্তায় চলার সময় হঠাৎ করে আলো এসে সামনের রাস্তা আধো আধো পরিষ্কার হয়ে গেলো, কুয়াশা আর অনেকটা বাতাস ছিলো সাথে । (একদম সূর্যোদয়ের মতো)। আমি প্রাণপণে আলোর দিকে দৌড়াচ্ছিলাম খুশিতে, ক্লান্ত লাগছিলোনা একটুও।
পরে আম্মুকে ডাকতে আসলাম যেতে - আম্মু আসলোনা - তো আমি আবারও ওই রাস্তার দিকে দৌড়ে গিয়েছিলাম, অনেক খুশি ছিলাম ।❞
ভোরে ঘুম থেকে উঠার পরও আমার অনেক খুশি লাগছিলো এই স্বপ্ন নিয়ে, উস্তায এটার ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম ৷
২) আরেকটা প্রশ্ন হচ্ছে, কেমন স্বপ্ন দেখলে তা ব্যাখ্যার প্রয়োজন বলে মনে করবো?