আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
95 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (6 points)
আসসালামু আলাইকুম
শায়েখ পূর্বের করা প্রশ্নে পুরোপুরি উত্তর না পাওয়ায় আবার জিজ্ঞেস করলাম। স্পষ্ট করে বলে দিবেন  দয়া করে।

পূর্বের প্রশ্ন:

আসসালামু আলাইকুম
স্বামী যদি তালাক এর শর্ত দিয়েই ফেলে যে "অমুক কাজ করলেই তালাক" এই শর্ত ফিরিয়ে নিলে হয়?
যদি স্বামী বলেন "তোমাকে আমি যে তালাক এর শর্ত দিয়েছিলাম যে অমুক কাজ করলে ডিভোর্স তা আমি ফিরিয়ে নিলাম" তাতে আর ওই কাজ করলে তালাক পতিত হবে?

শর্ত যদি দেয়া হয় " তুমি যদি ওই শাড়ি পড় বা ওই শাড়ি পরে বের হও তাহলে তালাক"  অথবা বললেন " এই ধরনের শাড়ি পরলেই বা পড়ে বের হলে তালাক" তাহলে সেই শাড়ি পরপর ৩ বার যদি পড়া হয় তাহলে ৩ তালাক হয়ে যাবে?
নাকি ১ম বার পড়লে ১ তালাক তারপর আর শর্ত থাকবে না ওমন শাড়ি পড়া যাবে?

আর যদি ১ তালাক হয়ে যায় তাহলে স্বামীর কাছে ফিরতে পুনরায় বিয়ে করতে হবে?

নাকি ৩  মাস এর মধ্যে সহবাস করলেই পুনরায় যাওয়া যাবে।

বি:দ্র: যদি বলেন "যতবার পরে বের হবে ততবার তালাক" তাহলে যতবার পরব তালাক হয়ে যাবে? নাকি এখানেও ১ম বার পড়লে শর্ত ভেঙে যায়।

বর্তমান প্রশ্ন:
"যতবার এই শাড়ি পড়বে ততবার তালাক" এই কথা বললে যতবার পড়ব ততবার তালাক হয়ে যাবে? ৩ বার পড়লে ৩ বার তালাক হবে? নাকি ১ম বারেই শর্ত ভাঙবে?

1 Answer

0 votes
by (606,180 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শর্তযুক্ত তালাককে ফিরিয়ে নেয়া যায় না। 

والضابطة: التعلیق في حکم الیمین، فلا خیارَ لأحد أن یبطلہ حتے للزوج أیضًا․ (فقہی ضوابط: ۱/۱۲۳) وقال المرغیناني: وإذا أضافہ إلی شيء وقع عقیب الشرط مثل أن یقول لامرأتہ: إن دخلت الدار فأنت طالق، وہذا بالاتفاق․ (ہدایہ: ۲/۳۸۵) والضابطة: کل طلاق لغیر المدخول بہا یکون بائنًا سواء کان بالألفاظ الصریحة أو بالکنایة․ وقال المرغیناني: ففي ہذہ الألفاظ إذا وجد الشرط، انحلت وانتہت الیمین؛ لأنہا غیر مقتضیة للعموم والتکرار لغةً، فبوجود الفعل مرةً یتم الشرط ولا بقاء للیمین بدونہ (ہدایة: ۲/۳۸۶)․

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামী যদি তালাক এর শর্ত দিয়ে বলে যে "অমুক কাজ করলেই তালাক" এই শর্ত ফিরিয়ে নেয়া যাবে না। 

যদি স্বামী বলেন "তোমাকে আমি যে তালাক এর শর্ত দিয়েছিলাম যে অমুক কাজ করলে ডিভোর্স তা আমি ফিরিয়ে নিলাম" তাতে কাজ হবে না।বরং ঐ কাজ করলে অবশ্যই  তালাক পতিত হবে।

শর্ত যদি দেয়া হয় " তুমি যদি ওই শাড়ি পড় বা ওই শাড়ি পরে বের হও তাহলে তালাক"  অথবা বলল" এই ধরনের শাড়ি পরলে বা পড়ে বের হলে তালাক" তাহলে সেই শাড়ি পরপর ৩ বার পরিধান করলেও ১ তালাক পতিত হবে। তবে যদি স্বামী বলে, যখনই শাড়ী পরিধান করবে, বা শাড়ী পরিধান করে বের হবে, তখনই তালাক, তাহলে যখনই শাড়ী পরিধান করবে বা শাড়ী পরিধান করে বের হবে, তখনই তালাক পতিত হবে।পরপর তিনবার পরিধান করলে তিন তালাক পতিত হবে। 

যদি ১ তালাক হয়ে যায় তাহলে স্বামীর কাছে ফিরতে পুনরায় বিয়ে করতে হবে না বরং ৩  মাসের মধ্যে সহবাস করলেই পুনরায় যাওয়া যাবে। তবে বায়েন বা কেনায়া তালাককে শর্তযুক্ত করলে তখন ১ তালাক হলেও নতুন বিয়ে লাগবে।

বর্তমান প্রশ্ন:
"যতবার এই শাড়ি পড়বে ততবার তালাক" এই কথা বললে যতবার পরিধান করা হবে, ততবার তালাক হয়ে যাবে।৩ বার পড়লে ৩ বার তালাক হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...