আসসালামু আলাইকুম
আজকে ফজরের নামাজের পর ঘুমিয়ে পড়ি দোয়া মাসনূন করতে করতে এরপর স্বপ্নে দেখি-
.আমাদের বাসা গুছাচ্ছে ভাইয়া ভাবি কিন্তু আমি কোনো কারনে খুব বিরক্ত এবং মন খারাপ,আমার কাজ সঠিক ভাবে করছি না।একরুমের বেড শীট অন্যরুমে দিচ্ছে ।আবার ডাবল তোষক দেয়া হচ্ছে বেড এ।
.এরপর দেখি আমি ভার্সিটিতে গিয়েছি। সেখানে ক্লাসমেটসদের দেখলাম তারমধ্যে একজন কেমন অন্যরকম ভাব নিয়ে চলাফেরা করছে আমি মন খারাপ করে বসে ছিলাম সেজন্য ,যেটা একটু খারাপ লেগেছে।এরপর বাসায় চলে আসি।পথে আমার বান্ধবী আমার সাথে আসতেছে।সাথে ওর বাচ্চা, পিঠে চেয়ারের মতো করে বানিয়ে তার মধ্যে বাচ্চাকে নিয়ে হাটতেছে।আমি ওকে বললাম তোর কষ্ট হয় না এভাবে হাটতে?ও বললো না।আর এভাবেই ও পড়াশুনা কন্টিনিউ করবে এরকমটা জানালো।
. এরপর আরও কিছুদূর আসলাম সেখানে আমাকে একটা ছোট সেতু পার হয়ে বাসায় আসতে হবে।আসতে নিয়ে সেতুর কাছে এসে দেখি সেতুতে পাটাতন নেই,শুধু লম্বা লোহাগুলো দেয়া আছে।সেখান দিয়ে অনেকে পার হচ্ছে আমাকে সাহস যোগাচ্ছে যেন আমিও পার হতে পারি। সেতুর নিচে অনেএএএএক পানি এবং ভয়াবহ স্রোত।খুব ভয় পাচ্ছিলাম।তাই ভাঙা সেতু দিয়ে পার না হয়ে অন্যরাস্তা দিয়ে ঘুরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।।
.আমি আমার সেই বান্ধবীর সাথে বাড়ির উদ্দেশ্যে যেতে নিলাম।এক বাড়ির উপর দিয়ে,সেখানে দেখতে পেলাম আমার বড় চাচা বসে বসে পেপার পড়তেছে,আরও সামনে যেয়ে দেখি ২-৩ জন্য পরিচিত ব্যক্তি আমাকে দেখে তাকিয়ে আছে আর বলতেছে এতোবড়ো হয়ে গেলে বা অন্যান্য কিছু?আমার আব্বা এসে বলতেছে আমাকে মেয়েকে নিয়ে এমন কথা বলো না।ওর দিকে এভাবে তাকিয়ো না
.এরপর সেখানে দেখি আমাদের কোর্স টিচার রেজাল্ট দেখাচ্ছে, এরপর রাস্তার পাশেই ক্লাস নিচ্চে।আমি এক সাইডে একটা বেঞ্চে বসে লিখতে ছিলাম।এরমধ্য আমার এক ক্লাসমেট পাশে এসে দাড়ায় এবং তার ফোন আমার কানের কাছে রাখে।উনি কান্না করতেছে তার আম্মু ফোনের ওপাশ থেকে বলতেছে তুই কিছু বলিস নি মেয়েকে?
সে শুধু কান্নাই করতেছে আর বলতেছে না, আমি ওকে কিছু বলবো না।
আন্টি আমাকে অনেককিছু বলতেছিল কান্না করতে করতে
সাথে আমিও কান্না করে দিলাম।এবং আন্টিকে বললাম আমাকে তো পূর্বে কখনও এভাবে বলেনি,...
[তবে মনে মনে ভাবতেছিলাম একটু আগে ক্লাসে এমনভাব নিল যে তার মতো হ্যাপি কেও নেই।আমি চুপচাপ বসে ছিলাম দেখে কেমন হাসতে ছিল আর এখন কী দেখছি!কোন অবস্থা টা বিশ্বাস করবো?]
তখন তাদের কথোপকথন এবং কান্না সত্যিই মনে হলো।আমি কোনো কথা বলতে পারছিলাম না।আমি দেখতে পেলাম উক্ত ব্যক্তির শরীরে হাড় ছাড়া কিছু অবশিষ্ট নেই।এটা দেখে আমি আরও কাঁদতে ছিলাম।কিন্তু মুখে কিছু বলতে পারছিলাম না।এরপর শুধু বলেছি আপনি ভাইয়ার কাছে চলেন।কিন্তু তিনি যাবেন না।একপর্যায়ে জোড় করে আমাদের বাসার সামনে আরএকটা ছোট সেতুর উপর নিয়ে গেলাম এবং বললাম, আমার ভাইয়ার কাছে যা বলার বলেন আমার কাছে বললে কোনো সিদ্ধান্ত দিতে পারব না, কিন্তু সে যাবে না।তারপর ঘুম ভেঙে যায়।
উক্ত স্বপ্নে আমাকে কোনো ইঙ্গিত দেয়া হয়েছে কী! নাকি পুরোটাই কল্পনাপ্রসূত!
★আমি উক্ত ব্যক্তির জন্য সাদাকাহ করে দিয়েছি এবং দুয়া করেছি।আমি জানতে চাচ্ছি উক্ত স্বপ্নে কী আমার আর কোনো করনীয় আছে?
**** দূরের কোনো এক ব্যক্তির বিপদের কথা শুনে বা দেখে তার জন্য নফল নামায এবং দরূদ মানত করছিলাম,যে তার এই অবস্থার উন্নত হলে এতো রাকায়াত নামাজ পড়ব এবং এতো হাজার দরূদ পড়ব।পরবর্তীতে সেগুলো গতোপরশূদিন কমপ্লিট করেছি।যেহেতু পরিমানে অনেক বেশি ছিল।
কিন্তু আমি জানি না যে সে ব্যক্তির বিপদ/অসুস্থতা /বিষন্নতা/অস্থিরতা.... ইত্যাদি ইত্যাদি কেটেছে কী না।
উক্ত ব্যক্তির সাথে কন্টক্ট করা আমার পক্ষে অসম্ভব।সে আমার রিলেটিভও নয়
এখন এ মানত আমি কী করবো?