আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হল -
গুগল অ্যাডসেন্স এর মতো আমার একটি বিজ্ঞাপন প্রচার এর ওয়েবসাইট আছে।বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে আমি হালাল পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে থাকি এবং কোন মহিলার ছবি মিশ্রিত বিজ্ঞাপন প্রচার করি না । তথাপি অনেক সময় বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপন প্রচারের জন্য পুরুষ মানুষের ছবি মিশ্রিত বিজ্ঞাপনে দেয়।
১।কোন পুরুষ মানুষের ছবি মিশ্রিত কোন বিজ্ঞাপন প্রচার কি জায়েজ হবে?
২। কোন প্রাণীর ছবি মিশ্রিত কোন বিজ্ঞাপন প্রচার কি জায়েজ হবে?
৩। বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে আর কি কি বিধি বিধান মেনে চলতে হবে একটু বলতে ভালো হবে?