আসসালামু আলাইকুম
আমার কিছু প্রশ্নে
১।ব্যাংকে চাকরি করে এমন একজন থেকে পাওয়া কিছু টাকা(৩২০০) হাদিয়া ছিলো আমার, যেটা হারাম টাকা। সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিন কে দান করে দিতে বলা হয়েছে।
আমি খ্রিস্টান মিশনারি কাজ করে এমন গরিবদের মাঝে দিয়েছি অর্থাৎ যারা টাকার জন্য খ্রিস্টান হয়ে যাচ্ছে এমন গরিব।আমার কেমন জানি লাগতেছে এখানে দিয়ে, আমার দান করা কি হয়েছে?
নাকি আবার করতে হবে?
২।উপরের ৩২০০ টাকা আমার হিসাব করা ছিলো।
এমন কিছু টাকা হিসাব করা না আবার উনার টাকায় অনেক কিছু খেয়েছি। এখন এই টাকা গুলো কিভাবে হিসেব করে দিব?
যেগুলো হিসাব করা না ওইগুলা না দিলে গুনাহ হবে?
আমার মন চাচ্ছে অনুমানে ৫০০০ দিয়ে দিতে। না দিলে শান্তি পাচ্ছি না।কি করা উচিত?
★মানত সম্পর্কে প্রশ্ন
১।আমার চাওয়া কিছু পেলে মসজিদে টাকা দিব এমন নিয়ত ছিলো,তখন মনে মনে আমাদের সমাজের মসজিদের কথাই মনে আসছিলো, এই মসজিদে আগে দেওয়া সহজ ছিলো এজন্য।
কিন্তু কয়েক বছর পরে আমি যখন টাকা দিব ওই মসজিদে দেওয়ার উপায় পাচ্ছিলাম না তাই অন্য মসজিদে দিয়েছি।
আমার মানত কি পূর্ণ হয়েছে?
নাকি মানত করার সময় মনে যে মসজিদের খেয়াল আসছিলো ওইখানে আবার দিতে হবে?
২।মনে মনে মানত করলেও কি তা পূরণ করতে হয়? নাকি শব্দ করে উচ্চারণ করতে হয়?
৩।মানত করার ক্ষেত্রে মানত শব্দ উল্লেখ করা কি জরুরি?
নাকি আমি মনে মনে ভাবলাম এটা হলে এটা করবো তাই মানত হয়ে যায়?
৪।আমার একটা অভ্যাস খারাপ বিপদ আসলেই মনে মনে বলে ফেলি আমার চাওয়া পূর্ণ হলে মসজিদে টাকা দিব। অনেক সময় ইচ্ছে না থাকা সত্ত্বেও এমন হয়, তখন টাকা না দিলে আবার খুতখুত লাগে।
ইচ্ছে ছাড়া একদম মন থেকে যেগুলো না আসে এগুলোর জন্য যদি আমি টাকা না দেই তাহলে কি গুনাহ হবে?