আসসালামু আলাইকুম।
১. আমি একটি কোম্পানিতে জব করি। কাস্টমারের সাথে সারাদিন লেনদেন শেষে ক্যাশ টাকাগুলো কোম্পানির মূল একাউন্টে প্রদানের ২ টি উপায় আছে। এক হলো সরাসরি ব্যাংকে প্রদান, দ্বিতীয় নিকটস্থ নগদ/বিকাশের দোকানে গিয়ে আমাদের ব্রাঞ্চের মার্চেন্ট নাম্বারে পেমেন্ট প্রদান।
এক্ষেত্রে ক্যাশ ইনের মাধ্যমে আমার পার্সোনাল একাউন্টে নিয়ে পেমেন্ট করতে পারি অথবা দোকান্দাররের পারসোনাল থেকে মার্চেন্টে প্রদান করে নিই। উভয়টির মধ্যে কোম্পানি মার্চেন্টে পেমেন্ট প্রদান করাকে উৎসাহিত করে। (মার্চেন্ট টু মুল একাউন্টে অটোমেশন করা আছে, পেমেন্ট করলে নির্দিষ্ট সময় পর কোম্পানির একাউন্টে অটোমেটিক টাকা যোগ হয়ে যায়)
২. কোন গ্রাহক বিকাশ বা নগদ দোকানে গিয়ে দুইভাবে টাকা তুলে থাকে। এক হলো এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করে (এতে নির্দিষ্ট চার্জ ব্যাংকিং কোম্পানি অটো কেটে রাখে) দ্বিতীয়, দোকানদার গ্রাহককে অফার করে যাতে এজেন্টে টাকা না দিয়ে তার পার্সোনাল একাউন্টে প্রদান করতে। এজেন্টে যে পরিমাণ ক্যাশ আউট খরচ হয় তার সমপরিমাণ খরচ সহ নিয়ে বা টাকার পরিমাণ যদি বেশি হয় তাহলে ক্যাশ আউট খরচ থেকে কিছু কম নিয়ে ট্রান্সফার করিয়ে নেয়। এতে গ্রাহক কিছুটা কম খরচে টাকা তুলতে পারে।
***পার্সোনাল একাউন্ট থেকে মার্চেন্ট নাম্বারে টাকা পাঠালে কোনরকম চার্জ পারসোনাল একাউন্ট থেকে কাটেনা***
এখন আমার কোম্পানির ক্যাশ টাকা যখন বিকাশ নগদের দোকানে এসে পেমেন্ট করি তখন দোকানদার গ্রাহকের কাছ থেকে খরচ বাবদ যে টাকা নিয়েছে সেটা পুরোটাই লাভের মধ্যে থেকে যায়। (অর্থাৎ ধরে নিই গ্রাহকের কাছে থেকে দোকান্দার ১০১০ টাকা খরচসহ সেন্ড মানি গ্রহণ করে গ্রাহককে ১০০০ টাকা দিয়েছে। আমি সেই দোকানদার থেকে আমার কোম্পানির মার্চেন্টে ১০০০ টাকা ক্যাশ দিলে উনি সেটা পেমেন্ট করে দেয় আর ১০ টাকা উনার একাউন্টে লাভ হিসেবে থেকে যায়।)
প্রশ্ন হলো দোকানদার এবং আমার মধ্যে যদি সমঝোতা হয় যে নির্দিষ্ট একটা পার্সেন্ট লাভ সে আমার সাথে শেয়ার করে, নিয়মিত লেনদেন করার কারণে। ধরে নিই ৩০ পার্সেন্ট আমার বাকি ৭০ পার্সেন্ট দোকান্দারের বা স্বেচ্ছায় উভয় যে চুক্তি হবে সেভাবেই শেয়ার হবে। এভাবে লাভ শেয়ার করা যাবে কিনা।
উল্লেখ্য যেহেতু আমার কোম্পানি থেকে মার্চেন্টের মাধ্যমে লেনদেন উৎসাহিত করে (এটা কোম্পানির একান্ত সিদ্ধান্ত), গ্রাহকও কিছু কম খরচে দোকান থেকে টাকা তুলতে পারে (যদিও দোকানদার কোন গ্রাহককে পার্সোনালে টাকা দিতে বাধ্য করছে না শুধু অফার করে কোন গ্রাহক চাইলে পারসোনালে দেয়, তা না হলে এজেন্টে দেয়), দোকানদার কিছু বেশি লাভ করতে পারছে আমার থেকে ক্যাশ টাকা পেয়ে, লাভের অংশ যাইই পাই এটা নিয়ে আমার কোম্পানি কোন দাবীদাওয়া নাই, কারণ কোম্পানি দিনশেষে মুল টাকা পেলে আর সমস্যা নাই।
সংযোজনঃ কোন গ্রাহক দোকানে এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করলে ফিক্সড রেটে চার্জ কাটে গ্রাহকের মুল একাউন্ট থেকে, তা যত পরিমাণই হোক। আর এই পুরো টাকা পায় ব্যাংকি কোম্পানি। আর ক্যাশ ইন/আউট বাবদ এজেন্ট কিছু পার্সেন্টেজ ব্যাংকিং কোম্পানি থেকে কমিশন পায় যেটা তার ব্যবসায়িক লাভ।
উপরোক্ত পদ্ধতিতে লেন্দেন করলে যদিও এজেন্টের মাধ্যমে লেনদেন বাদ পরে যায়, তবুও কোন গ্রাহক স্বেচ্ছায় দোকান্দারের সাথে পার্সোনালে লেন্দেন করে আর সেই টাকা মার্চেন্টে প্রদান করে সবাই যদি যার যার জায়গা থেকে লাভবান হওয়া যায় তাতে শরীয় কোন সমস্যা আছে কিনা?
সংক্ষেপেঃ
সাধারণ গ্রাহকের পারসোনাল টু বিকাশ/নগদ ব্যবসায়ীর পারসোনাল একাউন্টে টাকা পাঠিয়ে ক্যাশ উত্তোলন করা জায়েজ কিনা? (যদিও ক্যাশ আউট চার্জ থেকে অনেক কম খরচে টাকা তুলতে পারছে)
বিকাশ ব্যবসায়ীর পারসোনাল টু আমার কোম্পানির মার্চেন্টে ট্রান্সফার করে দোকানদার ও আমার সাথে লাভ শেয়ার জায়েজ কিনা?