আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
63 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
১."Assalamualaikum WR WB "উস্তাদ এভাবে সংক্ষেপ করে সালাম দেওয়া যায়?
২.জুমার দিনে আসরের পর একটা বিশেষ দরুদ ৮০ বার পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয়। এটা বাস্তব নাকি বানোয়াট??

1 Answer

0 votes
by (59,970 points)

ওয়া ‘আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকা-তুহু।

বিসমিল্লা-হির রহমা-নির রহীম।

জবাবঃ

https://ifatwa.info/28318/  নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,

আপনার উল্লিখিত হাদীসের আরবী ইবারত হল নিম্নরূপ।

عن أبي هريرة ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : (الصَّلَاةُ عَلَيَّ نُورٌ عَلَى الصِّرَاطِ ، فَمَنْ صَلَّى عَلَيَّ يَوْمَ الْجُمُعَةِ ثَمَانِينَ مَرَّةً ، غُفِرَتْ لَهُ ذُنُوبُ ثَمَانِينَ عَامًا )

হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেন, আমার উপর দুরুদের অর্থ হল পুলসিরাতকে আলোকিত করা। যে ব্যক্তি শুক্রবারে  আমার উপর ৮০ বার দুরুদ শরীফ পাঠ করবে, তার ৮০বৎসরের গোনাহ মাফ হয়ে যাবে। আত-তারগিব ফি ফাযাইলে আ'মাল-(ইবনে শাহীন) পৃষ্টা:১৪


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!


১. লিখিত সালামের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। তবে পরিপূর্ণ উল্লেখ করে সালাম প্রদান করাই উত্তম।


২. বর্ণনাকৃত হাদীস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম থেকে মতপার্থক্য বিদ্যমান রয়েছেন। কেউ কেউ হাসান বলছেন, আবার কেউ কেউ যঈফ বলছেন। যদি আমরা যঈফ ধরেও নেই তবে ফাযাইলে আ'মালের বেলায় যেহেতু যঈফ হাদীস গ্রহণযোগ্য। তাই উক্ত হাদীস অনুযায়ী আ'মল করা যাবে। ফাযাইলে আ'মল সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/984


তাছাড়া শুক্রবার সম্পর্কে বিশুদ্ধ তরিকায় বর্ণিত রয়েছে,

আউস ইবনে মালিক রাযি থেকে বর্ণিত

عن أوس بن أوس، قال: قال النبي صلى الله عليه وسلم: «إن من أفضل أيامكم يوم الجمعة، فأكثرواعلي من الصلاة فيه، فإن صلاتكم معروضة علي»

রাসূলুল্লাহ সাঃ বলেন,তোমাদের দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন হল শুক্রবার দিন। সুতরাং শুক্রবার দিনে তোমরা আমার উপর দুরুদ পাঠ করো। কেননা তোমাদের দুরুদ আমার উপর পেশ করা হয়ে থাকে। (সুনানু আবু দাউদ-১৫৩১)

সুতরাং বুঝাগেল যে, শুক্রবারে দুরুদের ফযিলত বর্ণিত রয়েছে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...