ওয়া ‘আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকা-তুহু।
বিসমিল্লা-হির রহমা-নির রহীম।
জবাবঃ
https://ifatwa.info/82457/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
ক্রেতা পন্যে কোন দোষ পেলে এর ক্ষতিপূরণ হিসেবে মূল্য হ্রাস
করে ক্রয় করতে পারবে না। হয়তো ঐ পণ্যকে রেখে দিবে অথবা ফিরিয়ে দিয়ে দিবে।
وَلَيْسَ
لَهُ أَنْ يُمْسِكَهُ وَيَأْخُذَ النُّقْصَانَ كَذَا فِي شَرْحِ الْقُدُورِيِّ
لِلْأَقْطَعِ ثُمَّ يَنْظُر إنْ كَانَ الِاطِّلَاعُ عَلَى الْعَيْبِ قَبْل
الْقَبْضِ فَلِلْمُشْتَرِي أَنْ يَرُدَّهُ عَلَيْهِ وَيَنْفَسِخُ الْعَقْدُ
بِقَوْلِهِ: رَدَدْتُ، وَلَا يَحْتَاجُ إلَى رِضَا الْبَائِعِ وَلَا إلَى قَضَاءِ
الْقَاضِي وَإِنْ كَانَ بَعْدَ الْقَبْضِ لَا يَنْفَسِخُ إلَّا بِرِضًا أَوْ
قَضَاءٍ ثُمَّ إذَا رَدَّهُ بِرِضَا الْبَائِعِ كَانَ فَسْخًا فِي حَقِّهِمَا
بَيْعًا فِي حَقِّ غَيْرِهِمَا،
https://ifatwa.info/55792/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
আল্লাহ তায়ালা বলেন-
يَا أَيُّهَا الَّذِينَ
آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ إِلَّا أَن تَكُونَ
تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ ۚ وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ ۚ إِنَّ اللَّهَ
كَانَ بِكُمْ رَحِيمًا
হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো
না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের
কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। সূরা নিসা, আয়াত নং-২৯
হাদীস শরীফে এসেছে-
عَوْفٍ الْمُزَنِيُّ،
عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ
" الصُّلْحُ جَائِزٌ بَيْنَ الْمُسْلِمِينَ إِلاَّ صُلْحًا حَرَّمَ حَلاَلاً
أَوْ أَحَلَّ حَرَامًا وَالْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ إِلاَّ شَرْطًا حَرَّمَ
حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ
صَحِيحٌ
.
আমর ইবনু আউফ আল-যুমানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সুলহ ও সন্ধি হালালকে হারাম ও হারামকে হালাল পরিণত করে তা
ছাড়া মানুষের মাঝে সন্ধি স্থাপন জায়েয। যে শর্ত হালালকে হারাম বা হারামকে হালালে পরিণত
করে সে শর্ত ছাড়া মুসলিমগণ তাদের শর্তের উপরই কায়েম থাকবে। - ইবনু মাজাহ ২৩৫৩, তিরমিজী হাদিস
নম্বরঃ ১৩৫২
কাউকে ধোঁকা দেয়া জায়েজ নেই। ধোঁকা এবং প্রতারণা সম্পর্কে হাদীসে
ধমকি বর্ণিত হয়েছে,
হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله
عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ ،
فَلَيْسَ مِنَّا ، وَمَنْ غَشَّنَا ، فَلَيْسَ مِنَّا )
রাসূলুল্লাহ সাঃ বলেন-যে ব্যক্তি আমরা মুসলমানদের বিরুদ্ধে অস্র
ধরলো, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।এবং যে কাউকে ধোকা দিলো সেও আমাদের
অন্তর্ভুক্ত নয়। (সহীহ মুসলিম-১৪৬)
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কয়েক কারণে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া যায়। তার মধ্যে কয়েকটি হলো-
ক. পণ্যে ত্রুটি পাওয়া গেলে।
খ. ক্রয় করার সময় তিন দিনের খেয়ার নিয়ে আসলে। অর্থাৎ সর্বোচ্চ
তিন দিনের জন্য ক্রেতা বিক্রেতার কাছে বলল যে, আমার যদি পছন্দ হয় তাহলে আমি ক্রয়
করে নেব আর যদি অপছন্দ হয় তাহলে তিন দিনের মধ্যে ফেরত দিব। ইত্যাদি
তো প্রশ্নোক্ত ক্ষেত্রে এমন কিছু পাওয়া যায়নি। তাই আপনি এগুলো
ফেরত দিতে পারবেন না। তবে যদি বিক্রেতা ফেরত নিতে চাই তাহলে ভিন্ন কথা। অর্থাৎ বিক্রেতা
রাজি হলে আপনি এগুলো মূল মূল্যে ফেরত দিয়ে অন্য কোন পণ্য ক্রয় করে নিয়ে আসতে
পারবেন। তবে বিক্রেতা রাজি না থাকলে আপনি এগুলো ফেরত দিতে পারবেন না।