বাবা ছেলে একই বাড়িতেই থাকেন, যৌথ পরিবারে। কিন্তু বাড়িটি বাবার টাকায় নির্মিত এবং বাবা সুদী ব্যাংকে চাকরি করতেন, সেই টাকায় বাড়িটি করা । এবং পরিবারের বাজার সদাই ইত্যাদি খরচ বাবাই করে থাকেন। এই বাড়িতে থাকা, খাওয়া এবং ওয়ারিশ হিসেবে ভোগ করা ছেলের জন্য জায়েজ হবে কি? পরিবার ছেড়ে বেরিয়ে এলেও তো সম্পর্ক ছিন্নের আশংকা রয়েছে।