আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
75 views
in পবিত্রতা (Purity) by (14 points)
আসসালামু আলাইকুম।

হযরত আমি ইসলামের বিধান জানা না থাকা অবস্থায় হাতের কনুই এর উপর একটি রাবারের সমপরিমান আকৃতির ট্যাটু করি। ইসলামের বিধান জানার পর আমি আল্লাহর কাছে তওবা করি। আমি আমার ভুলের জন্য মহান আল্লাহর কাছে অনুতপ্ত।

পরবর্তীতে আমি হাতের ট্যাটু তোলার জন্য আমি লেজার করি। কিন্তু আমি ট্যাটুর ফলাফল নিয়ে সন্তুষ্ট হয়নি। পরবর্তীতে আমি ট্যাটু তোলার জন্য মোমবাতি দিয়ে চামচ গরম করে আমার ট্যাটু করা জায়গা ঝলসে ফেলি।  এতে হাতে ইনফেকশন হয়ে যায় এবং এবং একমাস এন্টিবায়োটিক খাওয়া লাগে।

বর্তমানে ট্যাটুর বেশিরভাগ অংশ মুছে গেছে। ট্যাটু করা জায়গার চামড়ার উপরের স্তরে কিছু নেই। কিন্তু ট্যাটু করা জায়গায় চামড়ার নিচের স্তরে হালকা সীমিত ট্যাটুর অবশিষ্ট চিহ্ন রয়ে গেছে।

অনেক জায়গায় যোগাযোগের পর বলছে বর্তমানে এখানে আর কোনো চিকিৎসা করা পসিবল না। কারণ ট্যাটু করা জায়গা ইনফেকশন হয়েছিল এবং পুড়ে গেয়েছিল।

আমার নামাজ এবং গোসল কি আদায় হবে?

1 Answer

0 votes
by (606,150 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
فَإِنْ كَانَ الْأَكْثَرُ صَحِيحًا وَالْأَقَلُّ جَرِيحًا يُغْسَلُ الصَّحِيحُ وَيُمْسَحُ عَلَى الْجَرِيحِ إنْ أَمْكَنَهُ وَإِنْ لَمْ يُمْكِنْهُ الْمَسْحُ يَمْسَحُ عَلَى الْجَبَائِرِ أَوْ فَوْقَ الْخِرْقَةِ وَلَا يَجْمَعُ بَيْنَ الْغُسْلِ وَالتَّيَمُّمِ. 
যদি শরীরের বা অজুর অঙ্গ সমূহের অধিকাংশ অংশ সুস্থ থাকে,এবং সামান্য অংশ যখমি থাকে,তাহলে সুস্থ অঙ্গ সমূহকে পানি দ্বারা ধৌত করা হবে,এবং যখমি স্থানকে মাসেহ করা হবে।যদি মাসেহ করাও সম্ভব না হয়, তাহলে ব্যান্ডেজের উপর মাসেহ করা হবে।তারপরও ধৌতকরণ এবং তায়াম্মুমকে একসাথে একই অজু বা গোসলে জমা করা যাবে না।
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/২৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/53021


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অজু বা গোসলের অঙ্গ সমূহের মধ্যে যেই যেই জায়গাকে ধৌত করা সম্ভবপর হয়না, সেই জায়গাকে মাসেহ করে নিলেই অজু বা গোসল সম্পন্ন হয়ে যাবে। অতঃপর সেই অজু বা গোসল দ্বারা নামায পড়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 86 views
...