আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
63 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (5 points)
পরিচিত এক  দ্বীনি বোনের বাবা বাইরে থাকতেন। বিদেশ থেকে আসার সময় কিছু জমানো টাকা নিয়ে আসে। ৫-৭বছর হয়েছে দেবে এসেছে। দেশে আসার পরই হার্ট স্ট্রোক, ব্রেইন স্ট্রোক, বাল্বের মারাত্মক ত্রুটি ধরা পরে। এর ফলে কোন চাকরি বা ব্যবসা করতে অক্ষম হয়ে পরে। তার ৫ মেয়ে ৪ জনই বিবাহিত। এর মাঝে জমানো টাকা গুলো মানুষের কাছে দিয়ে শেয়ারে ব্যবসা করে, এবং এক পর্যায়ে টাকাগুলো মা'র যায়। এখন সংসার চালনো কষ্টসাধ্য।  বাবার শরীরের অবস্থা খুব খারাপ। কিছু জমি জমা আছে, এখন সেগুলো বিক্রি করে ব্যাংকে রেখেছে। ব্যাংক থেকে যা প্রফিট আসবে সেটা দিয়েই সংসারের যাবতীয় খরচ চলবে।

১, বাবা,মা এবং তাদের অবিবাহিত মেয়ের জন্য কি এই ব্যাংক থেকে আসা প্রফিট বৈধ হবে? ( দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, জমি বিক্রি করা এাকা ভেঙে খেলে অল্প দিনেই শেষ হয়ে যাবে, অবিবাহিত মেয়ের বিয়ের জন্যও কিছু টাকা জমা রাখতে হবে)
২, অবিবাহিত সেই বোন অনেক বুঝিয়েছে যে ইসলামি ব্যাংক হলেও প্রফিট টা সুদ হবে, কিন্তু কোন লাভ হয় নি। যেহেতু অবিবাহিত ভরনপোষণের দ্বায়িত্ব নেওয়ার কেউ নেই, এখন ঐ বোনের কি গুনাহ হচ্ছে এই হারাম টাকায় সব প্রয়োজন মেটানোতে?
৩, বিবাহিত মেয়েদের কি কোন দায়িত্ব আছে বাবার সংসারের প্রতি? (তাদের স্বামীরা সামর্থবান)

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিশিষ্ট হানাফি ফিকহ বিশারদ আল্লামা ইবনে নুজাইম লিখেন
ﻭَﻓِﻲ اﻟْﻘُﻨْﻴَﺔِ ﻭَاﻟْﺒُﻐْﻴَﺔِ: ﻳَﺠُﻮﺯُ ﻟِﻠْﻤُﺤْﺘَﺎﺝِ اﻻِﺳْﺘِﻘْﺮَاﺽُ ﺑِﺎﻟﺮِّﺑْﺢِ (اﻧْﺘَﻬَﻰ)
নিঃস্ব মুখাপেক্ষী মানুষের জন্য সুদের বিনিময়ে ঋণ গ্রহণ জায়েয। (আল-আশবাহ ওয়ান-নাযায়ের-১/৭৯;,বাহরুর রায়েক-৬/১৩৭;গ)

সুদের মাধ্যমে ঋণ গ্রহণ হারাম। তবে জরুরত অনেক নিষিদ্ধ জিনিষকে প্রয়োজন পর্যন্ত সিদ্ধ/বৈধ করে দেয়। তাই যদি কারো অন্য কোনো উপায় না থাকে,শত চেষ্টা করেও কোনো উপায় বের করতে না পারে,তাহলে বিলাশীতা পরিহার করে স্বাভাবিক জীবন পরিচালনার জন্য  ইস্তেগফারের সাথে লোন নিতে পারবে, জায়েয রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/866

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিবাহিত বা অবিবাহিত বোনরা যদি পর্দার সাথে কোনো কাজ করতে অক্ষম হয়, সম্পূর্ণরূপে অক্ষম হয়, এবং বাবাও শতচেষ্টা করে ইনকামের কোনো ব্যবস্থা করতে না পারে, তাহলে খেয়ে বেচে থাকা যায়,সেই পরিমাণ সুদ গ্রহণের রুখসত থাকবে। তবে যদি ভিন্ন কোনো রাস্তা বের হয়ে যায়, তাহলে সুদ গ্রহণ জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...