পরিচিত এক দ্বীনি বোনের বাবা বাইরে থাকতেন। বিদেশ থেকে আসার সময় কিছু জমানো টাকা নিয়ে আসে। ৫-৭বছর হয়েছে দেবে এসেছে। দেশে আসার পরই হার্ট স্ট্রোক, ব্রেইন স্ট্রোক, বাল্বের মারাত্মক ত্রুটি ধরা পরে। এর ফলে কোন চাকরি বা ব্যবসা করতে অক্ষম হয়ে পরে। তার ৫ মেয়ে ৪ জনই বিবাহিত। এর মাঝে জমানো টাকা গুলো মানুষের কাছে দিয়ে শেয়ারে ব্যবসা করে, এবং এক পর্যায়ে টাকাগুলো মা'র যায়। এখন সংসার চালনো কষ্টসাধ্য। বাবার শরীরের অবস্থা খুব খারাপ। কিছু জমি জমা আছে, এখন সেগুলো বিক্রি করে ব্যাংকে রেখেছে। ব্যাংক থেকে যা প্রফিট আসবে সেটা দিয়েই সংসারের যাবতীয় খরচ চলবে।
১, বাবা,মা এবং তাদের অবিবাহিত মেয়ের জন্য কি এই ব্যাংক থেকে আসা প্রফিট বৈধ হবে? ( দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, জমি বিক্রি করা এাকা ভেঙে খেলে অল্প দিনেই শেষ হয়ে যাবে, অবিবাহিত মেয়ের বিয়ের জন্যও কিছু টাকা জমা রাখতে হবে)
২, অবিবাহিত সেই বোন অনেক বুঝিয়েছে যে ইসলামি ব্যাংক হলেও প্রফিট টা সুদ হবে, কিন্তু কোন লাভ হয় নি। যেহেতু অবিবাহিত ভরনপোষণের দ্বায়িত্ব নেওয়ার কেউ নেই, এখন ঐ বোনের কি গুনাহ হচ্ছে এই হারাম টাকায় সব প্রয়োজন মেটানোতে?
৩, বিবাহিত মেয়েদের কি কোন দায়িত্ব আছে বাবার সংসারের প্রতি? (তাদের স্বামীরা সামর্থবান)