উত্তর দিবেন না জানি অন্তত comment বক্স এ বলে দিবেন আমি জখন প্রশ্ন টা করি তখন বা তার আগে থেকেই কি ওয়াস ওয়াসার রোগি ছিলাম আর নানান প্রশ্ন মাস্লা মাসায়েল জানার পর থেকে আপনাদের কাছে আর মুস্লিম বাংলা অ্যাপ ও জিজ্ঞাসা করসি অইখানে ও এক হুজুর আমার একটা প্রশ্নের জবাবে আমাকে ওয়াস ওয়াসার রোগি বলসে।
নিচে অই প্রশ্ন টা ও উল্লেখ করলাম জুন এর ৩০ তারিখে উত্তর দেই আমার করা প্রশ্নের,
প্রশ্নঃ
৬৬০৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম, হুজুর আমি একদিন একজন মুফতি হুজুর কে তালাক আর মাসালা জিজ্ঞাসা করি অনি বলেন বিয়ের আগে তালাক হইনাহ কিন্তু শর্ত যুক্ত তালাক দিলে নাকি বিয়ে করলেই সাথে সাথে তালাক। অনি উত্তর টা দেওয়ার কিছু খন পর থেকে হঠাত করেই আমার মনে হচ্চে আমি এমন কিছু বলসি মুখ দিয়ে উচ্চারণ করে আবার তার পরে আবারও কিছুখন পরে মনে হচ্চে না আমি এমন কিছুই বলিনাই। আমার কইদিন পরে বিয়ে আমি তাই বার বার মনে অনেক সন্দেহ হচ্চে আমি যার সাথে বিয়ে তাকে উদ্দেশ্য করে বললাম নাকি এমন শর্ত যুক্ত কিছু যদি বলেই থাকি তাহলে ত আমার বিয়ের পরে তালাক হয়ে যাবে আবার বলি না আমি এমন কিছু বলিনাই আমি কোন ভাবেই sure/নিশ্চিত হতে পারতাসিনাহ আমি আসলে কোনটা বলসি। যদি বলে থাকি তাহলে ত বিয়ের পরে অজান্তেই আমরা হারামে থাকব আর আখিরাতে পরে আল্লাহর সামনে গুনাহগার বা পাপি হয়ে দাড়াব।একবার মনে হই হইত বলসি আবার পরে অনেক বেশি মনে হই না আমি এমন বলিনাই আমার কইকদিন পরে বিয়ে তাই অনেক চিন্তা হচ্চে ।
তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি বিয়ে টা দুইবার করব মানে ১মে বিয়ে পরানর কিছুখন পরে আবার যথা নিয়মে দুজন সাক্ষীর সামনে ইজাব কবুল করব যেন সন্দেহ ও আর না হই আর আমি নিশ্চিত হয় আমার বিবাহটার মধ্যে আর কোন সমস্যা নেই আমরা এখন শরীয়ত হিসেবেও আল্লার কাছে বৈধ ।
১.হুজুর আমাকে সমাধান দিবেন আমার এই চিন্তা আর সন্দেহ নিয়ে অনেক কষ্টে আছি ?
২. প্রথমবার বিবাহ করার কিছুক্ষণ পরে আবার দুজন সাক্ষী সামনে যথা নিয়মে কি ২য় বার করা বিবাহটা কবুল হবে আমার মধ্যে এই সন্দেহটা আছে যে যদি প্রথমটা না হয়ে থাকে অর্থাৎ যদি এটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না যদি প্রথম বিয়ের সাথে সাথে তালাকটা হয়ে থাকে আমি তো জানতেই পারবোনা গুনাহগার হতে থাকবো অজান্তেই । তো আমার যদি প্রথমটা হয়ে থাকে তালাক বিয়ে সহিহ হওয়ার পরে পরপরই। আমি পুনরায় আবার ওটা যেন হয়ে থাকলে যেন আমি কোনো গুনাহ গার না হয় সে উদ্দেশ্যেই আমি ১ম বার বিয়ে করার কিছুক্ষণ পরে যথা নিয়মে আবার ইজাব কবুল করলাম দুই সাক্ষীর সামনে রেখে সে ক্ষেত্রে কি ২য়বার আমার বিয়েটা কবুল হবে।
৩. যদি মনে মনে বলতে বলতে যদি মুখ দিয়া উচ্চারণ করি অর্থাৎ ঠোঁট নাড়ানোর মাধ্যমে বলি কিন্তু কোন শব্দ ছাড়া বলি এবং আমার কান পর্যন্ত কোন শব্দ না আসে যেইটা উচ্চারণ করেছি সে ক্ষেত্রে কি কোন তালাক হবে?
হুজুর বিস্তারিত আপনাকে সব কিছুই আমি বলে দিলাম আর কিছু বাকি নেই আমাকে একটা সমাধান দিবেন এর জন্য।
উত্তরঃ
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১) এমন সন্দেহের কারণে আপনার বিয়ের পরে তালাক হবে না।
২) ২য় বার বিয়ে করার প্রয়োজন নেই। তারপরেও বিবাহ করলে সমস্যা নেই।
৩) মনে মনে কি বলেছেন তা উলেখ করুন।
আপনার কথা থেকে বুঝতেছি আপনি একজন ওয়াসওয়াসার। এ সমস্ত প্রশ্ন সব ওয়াসওয়াসার কারণেই। যা বাস্তব সম্মত নয়। সুতরাং এগুলো নিয়ে চিন্তা করাই উচিত হবে। ২য় বার বিয়েও করার দরকার নেই। এবং আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরমর্শ করুন।
والله اعلم بالصواب
উত্তর প্রদানে… মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর