একজন মহিলা যার বাবার সুদি ঋণ অনেক হয়ে গেছে। ঋণ পরিশোধ করার জন্য উনারা নিজেদের বাসা (যেটা 5 তলা ফাউন্ডেশন দিয়ে করা, এক তলা কমপ্লিট হয়েছে) বিক্রি করতে চাচ্ছেন কিন্তু বাসাটা বিক্রি রাস্তা থেকে অনেক ভিতরে হওয়ায় বিক্রি করতে পারছেন না। মহিলার বাবা লন্ড্রিতে কাজ করেন, ছোট ভাই পড়াশোনার পাশাপাশি একটা ছোট কাজ করে। কিন্তু এতে তাদের ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না। দিন দিন উনাদের ঋণের পরিমাণ বেড়েই চলেছে। তাই উনি আমাদের কাছে কিছু সাহায্য চেয়েছেন।
এখন আমার প্রশ্ন আমরা যদি উনার সুদি ঋণ পরিশোধে সাহায্য করি তাহলে আমাদের গুনাহ হবে কি?