আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১. দাওয়াত খেতে গেলে বা কেও কোনো খাবার পাঠালে কি বলতে পারব যে 'অমুকের উছিলায় আল্লাহ এটা খাওয়ালেন।'?
২. খাবার আল্লাহর দেওয়া রিজিক এটা তো জানি,তবে এর জন্য কি ব্যক্তি কে শুকরিয়া জানানো যাবে না?
৩. জন্মদিন বা মৃত্যুবার্ষিকী উপলক্ষে দাওয়াত দিলে যাইনি,কিন্তু পরে সেই অনুষ্ঠানের খাবার পাঠিয়ে দিয়েছে এখন কি সেই খাবার খেলে গুনাহ হবে? নাকি ফেরত পাঠিয়ে দিব?