আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
72 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (28 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১. দাওয়াত খেতে গেলে বা কেও কোনো খাবার পাঠালে কি বলতে পারব যে 'অমুকের উছিলায় আল্লাহ এটা খাওয়ালেন।'?
২. খাবার আল্লাহর দেওয়া রিজিক এটা তো জানি,তবে এর জন্য কি ব্যক্তি কে শুকরিয়া জানানো যাবে না?
৩. জন্মদিন বা মৃত্যুবার্ষিকী উপলক্ষে দাওয়াত দিলে যাইনি,কিন্তু পরে সেই অনুষ্ঠানের খাবার পাঠিয়ে দিয়েছে এখন কি সেই খাবার খেলে গুনাহ হবে? নাকি ফেরত পাঠিয়ে দিব?

1 Answer

0 votes
by (579,240 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
https://ifatwa.info/77999/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
হাদীস শরীফে এসেছে,

قال رجُلٌ لِلنَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم : أُرسِلُ ناقتي وأتوكَّلُ ؟ قال : ( اعقِلْها وتوكَّلْ )
الراوي : عمرو بن أمية | المحدث : شعيب الأرناؤوط | المصدر : تخريج صحيح ابن حبان | الصفحة أو الرقم : 731 | خلاصة حكم المحدث : حسن

একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূলু সাঃ আমি কি আমার উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করবো।প্রতিউত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' বললেন, না,বরং তুমি উটকে কিছুর সাথে বেধে তারপর আল্লাহর উপর ভরসা করো।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন,
আল্লাহ আমাকে অমুকের অছিলায় খাওয়ালেন,এভাবে বললে গুনাহ হয় না।

(০২)
এক্ষেত্রে ব্যাক্তির কৃতজ্ঞতা জানানো যাবে।
তবে সর্ব প্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।
কেননা মূলত তিনিই আমাদেকে খাওয়ান।

(০৩)
সেই খাবার খেলে গুনাহ হবে।
আপনি খাবারটি ফেরত পাঠিয়ে দিবেন,অথবা গরিব মিসকিনকে উহা খেতে দিবেন।

এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...