বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত,
عن
عائشة رضي الله عنها قالت : " كان رسول الله صلى الله عليه وسلم يأمرني أن
أسترقي من العين
"
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চোখলাগা হতে
(মুক্ত হওয়ার জন্য) ঝাড়ফুঁক করার আদেশ করতেন। (সহীহ মুসলিম-২১৯৫)
হাদীস শরীফে এসেছে-
عن
ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال : " العين حق ولو
كان شيء سابق القدر لسبقته العين ، وإذا استغسلتم فاغسلوا "
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ভাগ্যকে কোন জিনিস অতিক্রম করতে সমর্থ হলে
কু-দৃষ্টিই তা অতিক্রম করতে পারত। যদি এ প্রসঙ্গে কেউ তোমাদেরকে গোসল করাতে চায় তাহলে
তোমরা তাতে সম্মত হও। (মুসলিম-২১৮৮)
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জরুরী না মনে করে ও কুরআন-সুন্নাহের আমল না মনে করে এটা করা
যেতে পারে। এক/দুইবার করতে পারেন।