আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
আমি হোস্টেলে থাকি। স্বপ্নের শুরুর দিকটা এমন ছিল, আমার মামা কোনো কাজে এখানে এসেছিলেন আর আমার রুমমেটরা কেউ হোস্টেলে ছিল না। মামা রাতে এসেছেন আর ফজর পড়েই চলে যাবেন। তো আমি আর মামা জামায়াতে ফজর আদায় করলাম, তারপর আমি ঘুমাতে চলে গেলাম। একটু পর হঠাৎ মামা আমাকে ডাক দিলেন, দেখলাম মামা আমার টেবিলের পাশের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। আমিও কিছু না বলে জানালার বাইরে তাকালাম, হঠাৎ অনেক জোরে অদ্ভুতরকমের একটা শব্দ শুরু হলো আর মুহূর্তেই আকাশ একেবারে রক্তের মতো লাল হয়ে গেলো। নরমালি সূর্য আস্তে আস্তে উদয় হয়, কিন্তু তখন সূর্য যেন খুবই দ্রুত উঠছিল। সূর্য যতই উপরে উঠছিল তত ওই শব্দটা বেরেই যাচ্ছিল। সূর্যটা খুবই অদ্ভুত ছিল, খুবই উজ্জল কালো বা এমন কিছু ছিল। এটা দেখার পর সাথে সাথে আমার মাথায় এলো এটা কী কীয়ামাত!! তারপর এটা মাথায় এলো যে এখনো তো ইমাম মাহদি, দাজ্জালের আবির্ভাব হয়নি তাহলে এখনি কীয়ামাত কীভাবে! (উল্লেখ্য, ওই জানালা দিয়ে সূর্যোদয় দেখা যায়, অর্থাৎ এটা পূর্ব দিক ছিল) কিন্তু এটা যে পূর্ব দিক সেটা স্বপনে আমার মাথায়ই আসেনি। তারপর তাড়াতাড়ি করে আমি কালেমা তাইয়্যাবাহ পড়তে লাগলাম। তারপর মনে হচ্ছিল সূর্য উদয়ের সাথে সাথে অদ্ভুত একটা অতি তীব্র আলো চারদিকে ছড়িয়ে পড়ছিল ফলে আলোর জন্য কিছু দেখা যাচ্ছিল না। তার পরক্ষনেই হঠাৎ করে সব কিছু নরমাল হয়ে গেল আর মামাও কীভাবে যেন বাসায় পৌঁছে গেলেন! তারপরের অংশগুলো অনেক হাবিজাবি এবং অস্পষ্ট ছিল তবে বাকি অংশের এটুকু মনে আছে, সবকিছু নরমাল হওয়ার পর বাইরের আবহাওয়া মেঘলা ছিল আর বারান্দার দরজা খোলা ছিল। ঝম বৃষ্টি হলে বারান্দা দিয়ে রুমের মধ্যে হালকা বৃষ্টি ঢুকে, আমি বারান্দার দরজার দিকে তাকিয়ে দেখি নিচে ফ্লোরে রক্তের ফোটা। তারপর বারান্দায় গিয়ে দেখে বাহিরে চারদিকে রক্ত! মানে রক্তের বৃষ্টি হয়েছে! এলাকার সবাইকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে, কারণ কিছু একটা হয়েছে যেটা আমি স্বপ্নে আন্দাজ করতে পারিনি। আন্দাজকৃত বিষয়টা অনেকটা এমন ছিল যে পৃথিবীতে এলিয়েন এসেছে, আর কীয়ামাতের মতো বিষয়টা যতটুকু সম্ভব এলিয়েনদের স্পেসশিপের আগমন ছিল। স্বপ্নের বাকি অংশ ঘোলাটে ছিল, কয়েকটা বিষয় মিক্সি হয়ে হাবিজাবি কিছু দেখছিলাম তখনই তাহাজ্জুদের এলার্মে ঘুম ভেঙে গেলো!
শায়েখ এই স্বপ্নটার ব্যাখ্যা কী হতে পারে? ঘুম থেকে উঠার পর প্রথম যখন স্বপ্নের কথা মনে হলো তখন অনেক ভয় লেগেছিল কারণ কীয়ামাত দেখেছি! তারপর যা যা স্পষ্ট মনে আছে সব মনে করে বুঝতে পারলাম স্বপ্নটা অনেকটা কোনো মুভির মতো ছিল, কিন্তু আমি প্রায় ১ বছর আগেই মুভি-নাটক এগুলো দেখা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর ঘুমানোর সময়ও মাসনুন আমল করে ঘুমাই। তবে এই অদ্ভুত স্বপ্নটা কী ছিল? এটা কী কোনো কিছুর ইঙ্গিত ছিল?