ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাসূলুল্লাহ সাঃ এর সোমবারে রোযা রাখাকে কেন্দ্র করে জন্মদিন পালনের কোনো সুযোগ নেই।কেননা শুধু জন্ম হয়েছেন হিসেবে সেদিন রাসূলুল্লাহ সাঃ রোযা রাখেন নি।বরং অনেকগুলো কারণে সেদিন রোযা রেখেছিলেন।
বিজাতীয় সংস্কৃতি হিসেবে জন্মদিন পালনের কোনো সুযোগ নেই।এবং এ হিসেবে কোনো অনুষ্টান মাহফিলেরও কোনো সুযোগ নেই।এবং সে রকম অনুষ্টানে শরীক হওয়া ও জায়েয হবে না। তবে দিন তারিখ ঠিক না করে ঈসালে সওয়াব হিসেবে কারো জন্য কেউ কোনো দু'আর আয়োজন করলে সেটা মন্দ হবে না এক মুসলমানের জন্য অন্য মুসলমানের অবশ্যই দু'আ করা উচিৎ এবং এটাই কাম্য।বিস্তারিত জানুন-
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যদি প্রতি সোমবার রোযা রাখতে সক্ষম হন, এবং প্রতি মাসে তিনটা বীযের রোযার রাখতেও সক্ষম হন-যা সহীদ হাদীস দ্বারা প্রমাণিত- এবং সাপ্তাহর অন্যান্য দিনেও রোযা রাখতে পারেন, যেমনটা হাদীসে বর্ণিত রয়েছে, তাহলে আপনার জন্য ১২ রবিউল আওয়াল রোযা রাখার রুখসত বা অনুমোদন থাকবে। নতুবা বিদ'আতের অংশ হিসেবে গণ্য হইবে।