আসসালামু আলাইকুম।
আমার বান্ধীর বয়স ২৫, অনার্স পাশ করেছে।
সে গত ১ বছর ৯ মাস যাবৎ একটি প্রেমের সম্পর্কে জরিত। ছেলে সরকারি চাকুরিজীবী, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। ইসলামিক নিয়মমাফিক জীবনযাপন করার চেষ্টা করেন। তারা গত ৯ মাস ধরে বিয়ের জন্য বাসায় চেষ্টা করছে। বাসায় জানিয়েছে। ছেলের পরিবার থেকে কোনো সমস্যা নেই। মেয়ের বাসা থেকে কোনোভাবেই সম্মতি দিচ্ছে না। উল্টো নানারকম ব্লাকমেইল করা হচ্ছে। তবে বলে রাখা ভালো, মেয়ের বাসার কেউ ইসলাম সচেতন না। ফরজ নামাজ রোজাও রাখেন না। মেয়ের বাবা একদম একরোখা, জেদি একজন মানুষ, সে তার পছন্দেই মেয়েকে বিয়ে দিবে। (তার পছন্দ মেয়ের সাথে যায় না।) অন্যথায়, মেয়েকে সারাজীবন কুমারী থাকতে হবে, মেয়ের মা কে তালাক দিয়ে দিবে। এসব বলে হুমকি দিয়ে রেখেছে। মেয়ের চাকুরী হলে সে বিয়ের ব্যাপারে ভাববেন। কিন্তু তার পছন্দের ছেলে কে বিয়ে করতে মেয়ে রাজি নয়। তার পছন্দ খুবই নিম্নমানের। এভাবে তার এক বোন কে মাদকসেবক এক ছেলের সাথে জোর করে বিয়ে দিয়ে, তার জীবন শেষ করে দিয়েছে। তার মতে মেয়ের চাকুরী থাকলেই যথেষ্ট, ছেলে কেমন হয় হোক। ইসলাম গুরুত্বপূর্ণ নয়। অথচ পরিবারের বড় কর্তা হিসেবে তার কথার অবাধ্য হবে, এমন সাহস কারো নেই। মেয়ে আল্লাহর নামে বাবার কাছে শপথ করেছে যে, সে এই ছেলে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তার বাবা তার কথা শুনে নি। এখন তারা এই হারাম সম্পর্ক থেকে বের হতে পারছে না।
এমতাবস্থায়, ছেলে মেয়ের যদি মত থাকে, তারা কি ছোট করে বিয়ে করে ফেলতে পারবে? মেয়ের বাড়িতে না জানিয়ে? ছেলের বাবা মা সাক্ষী থাকবে বিয়েতে? তারা দুইজন ই দুজন কে জীবনসংগী হিসেবে চায়। তারা ইসলামিক ভাবে জীবিকা নির্বাহ করতে চায়। সে নিরুপায় হয়ে মতামত আশা করছে। তার কাছে বিয়ে করাটাই সমাধান মনে হচ্ছে,, বাবা মা যে ভালো চান তা কিছুতেই বুঝছে না।
এক্ষেত্রে কি তাদের বিয়ে করা ঠিক হবে?
ধন্যবাদ,
( ভুল ত্রুটি মাফ করবেন)
আসসালামু আলাইকুম।