আচ্ছা মিলাদন্নবি সময় অনেকে বাসায় অনেক কিছু রান্না করে,আমার আত্মীয়রা।
ওরা এমনে গান-বাজনা আর মিলাদ উদয়াপন করে না।
কিন্তু এইখানে আমাদের বাড়ির সামনে উঠানে অনেক মানুষ আছে।
তাদের খাওয়ানোর জন্য!
কেননা তারা বসে থাকবে।
আর যেখানে তাহের শাহ্ আসবে,সেখানকার এলাকায় আমাদের বাসা।
তাই জিজ্ঞেস করছিলাম, কোনো সমস্যা হবে?
আর বাসায়ও রান্না হয়,আমি করিনা,ওরা করে।
আত্নীয় স্বজনরাও আসে,তাই!
তাই ওদের খাওয়ার জন্যই করে!
আমি জিজ্ঞেস করছিলাম যে, এতে কি গুনাহ হবে?আমি আম্মুকে বলেছি না রান্না করতে,আম্মুও বলছে,কেন!?,
সবাই কি তেমার মতো চিন্তা-ভাবনা করবে?
আর সবাই বিরিয়ানি খাবে,আমরা কি দেখে থাকব।
নানা আর মামারা আত্নীয়স্বজনরা আসবে,তাদের এইদিনে নাস্তা-পানি বেমানান
তাই বিরিয়ানি করতিছি।
আচ্ছা চিন্তা করোনা,আমি নিয়ত করসি মানুষকে খাওয়ানোর জন্য।
মিলান্নবির জন্য নাহ,উদযাপন করব!
এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি বাসায় রান্না করা বিরিয়ানি খাই, সবাই একসাথে খাবার টেবিলে বসে।এতে কি আমার গুনাহ হবে?