ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/67537/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
লিকুরিয়া রোগ যা মহিলাদের জরায়ুতে হয়।
যার অর্থ হল জরায়ু থেকে সাদাস্রাব নির্গত হওয়া।
সাদাস্রাব নাপাক। যা নির্গত হলে অজু চলে যায়। কাপড়ের যে অংশে
লাগবে সেটুকু ধৌত করতে হবে। তা নাজাসতে গলিজা। এক দিরহামের বেশী হলে নামায হবে না।
এই সাদাস্রাব নির্গত হওয়া দুই প্রকার।
(ক) সাদাস্রাব মাঝেমধ্যে নির্গত হয়। অর্থাৎ হঠাৎ
জরায়ুতে চলে আসে। এমতাবস্থায় যদি হঠাৎ নামাযের মধ্যে বা নামাযের পূর্বে নির্গত হয়,
তখন কাপড় পাল্টিয়ে লজ্জাস্থান ধৌত করা পূর্বক নতুন করে পবিত্রতা অর্জন
করতে হবে। তারপর পূনরায় নামায পড়তে হবে।
(খ) যদি কোনো এক নামাযের পূর্ণ ওয়াক্ত ধারাবাহিক
সাদাস্রাব নির্গত হতে থাকে। যেমন মাগরিবের নামাযের পূর্ণ ওয়াক্ত তথা ১ঘন্টা ৩০মিনিট
ধারাবাহিক সাদাস্রাব নির্গত হতে থাকে। তাহলে এমতাবস্থায় উনাকে মা'যুর গণ্য করে মা'যুরের হুকুম উনার উপর আরোপ করা হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/50
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
১. জ্বী হ্যাঁ, প্রতি
ওয়াক্তে অযু করার আগে তা ধৌত ও পরিষ্কার করে নেওয়া।
২. জ্বী হ্যাঁ, প্রশ্নোক্ত
ক্ষেত্রে অযু হয়ে যাবে। এতে কোনো সমস্যা নেই।
৩. যিনি দিচ্ছেন তিনি যদি মন থেকেই দিয়ে থাকেন তাহলে তা নিতে
কোনো সমস্যা নেই। দেওয়ার সাথে সাথেও নিতে পারেন। আবার প্রথমে এভাবেও বলতে পারেন যে, আমার টাকা লাগবে না। শুকরিয়া। তারপরও দিতে চাইলে তখন নিতে পারেন।