আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্
আমি একজন মেয়ে। অবিবাহিত।
বিভিন্ন কারণে ছোট থেকেই বাবার বোঝা ছিলাম! মা অনেক কষ্ট করে বড় করেছে! পাত্রের পরিবারের পুরুষ সদস্যদের দেখা না দেওয়ার কারণে বিয়ে হচ্ছে না! বর্তমানে মায়ের ও চোখে মুখে বিরক্ত দেখতে পাই। কিছু না বললেও আচরণে অনেক কিছু ধরা পরে। বর্তমান সময়টা কঠিন যাচ্ছে! পরিস্থিতি বলছে হয়তো কিছুদিন পর ভাতেও টান পরবে।
উল্লেখ্য বাবার সামর্থ্য যথেষ্ট পরিমাণে আছে আলহামদুলিল্লাহ।
১/ এমতাবস্থায় আমি কি চাকুরী করতে পারবো?
২/ যদি পারি, চাকুরী করতে গেলে পরীক্ষায় মুখ দেখানো লাগে,এর বিধান কি?
৩/যদি চাকুরীর অনুমতি থাকে, তো পরীক্ষা দিতে সফরের দুরত্বে যেতে হয়। বাবা কখনই যাবে না। অন্য মাহরাম সাথে নেয়ার ব্যয় বহন করা কষ্টকর। এমতাবস্থায় সফরের মাসালা কি?
৪/ পাত্র পক্ষের পুরুষ লোককে দেখা না দেওয়া নিয়ে প্রতিবেশী আত্নীয় স্বজনেরা মায়ের কান ভারি করছে (মা কে বোঝালে বোঝে), এমতাবস্থায় আমি কি তাদের সাথে কঠোর ভাষায় কথা বলতে পারবো?
৫/ আল্লাহ সুবহানুতা'আলা চান তো আমার বিয়ে হলে যদি বাবার সাথে যোগাযোগ একদম বন্ধ করে দেই তাহলে কি গুনাহ হবে?
৬/ হাসবেন্ড পরকিয়া করলে তাকে কিভাবে ফিরিয়ে আনা যাবে? এক বোনের হাসবেন্ড ওই আপুর মামাতো বোনের সাথে পরকিয়ায় লিপ্ত।কিছু আমল দেন আর পরামর্শ দেন শায়েখ।
৭/
আসসালামু আলাইকুম।
আমার বড় ভাই মাঝে মাঝেই আমাকে সাভাবিক ভাবেই দুষ্টামির ছলে জরায় ধরে বা কোলে তুলে নিয়ে যায়। আমি মানা করি তাও।
কিন্তু ও আমাকে জরায় ধরলে আমার শরীরে টাচ লাগে যার কারনে আমার কথা বলতে সমস্যা হয় শরীর কাপে আমার কিছুটা উত্তেজনা অনুভব হয়।
( এটা কি আমার গুনাহ্ হয়ে গিছে? আমি ভাই কে বলছি গায়ে হাত দিয়ে কেনো দুষ্টামি নাই। তাও কিছু বুঝে না ও। আমার কি বর কোন গুনহ্া হয়ে গেছে কি করতে হবে এখন
আমাকে? আমার কি হুরমতে মুসাহারাত হয়ে গিয়েছে? প্লিজ জানাবেন একটু খুব টেনশনে আছি।
৮/ ইয়া রহিমাল মাসাকি এটা কি কোনো দুয়া ?<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_240908_080021_833.sdocx-->
৯/আসসালামু আলাইকুম!
জুয়েনা আক্তার লাবনী নামের অর্থ কি.?
১০/ বুকের দুধ জামায় লাগলে নামাজ হবে?
১১/আসসালামু আলাইকুম
আমার কোনো পরিচিত ছেলে মানুষ যদি আমার বাসায় বেরাতে আসতে চায়,আর তা শুনে যদি আমি বলি আমার বাসায় আসবেন না তাহলে কি গুনাহ হবে.?
আমার বাসায় ছেলে/মাহরাম আছেন।আমার দাদা আর বাবা।
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_240908_080115_852.sdocx-->