আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
ওয়াজিফায় যে গাঞ্জলে আরশ আছে তা কি পড়া যাবে? হাদিস নেই এ সম্পর্কিত যতটুকু জানি। এখানে আল্লাহর সিফাতসমূহ নিয়ে কিছু কথা লেখা, এমন পড়তে ভালো লাগে। ওয়াজিফায় লেখা অতিরঞ্জিত ফজীলত দেখে পড়তে চাইছি এমন নয়। আমি আগে পড়ডাম পড়ে বিদআত ভেবে বাদ দিয়েছি। বিষয়টা একটু গোছালোভাবে জানতে চাইছি। ৩৩ আয়াতের সম্পর্কেও জানতে চাই। এটা কি নিয়মিত পড়া যাবে রুকাইয়ার নিয়াতে? জানলে উপকৃত হতাম। জাজাকাল্লাহ খাইরান