ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
প্রত্যেকটি ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তেই হওয়া চাই।
إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا ۖ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
আমি এক মুখী হয়ে স্বীয় আনন ঐ সত্তার দিকে করেছি, যিনি নভোমন্ডল ও ভুমন্ডল সৃষ্টি করেছেন এবং আমি মুশরেক নই।(সূরা আন'আম-৭৯)
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
আপনি বলুনঃ আমার নামায, আমার কোরবাণী এবং আমার জীবন ও মরন বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে।
لَا شَرِيكَ لَهُ ۖ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ
তাঁর কোন অংশীদার নেই। আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল। (সূরা নাস-১৬২,১৬৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
" দুনিয়াবি পড়াশোনার জন্য ফজরের সুন্নত ছেড়ে দেই তবে হয়তো আল্লাহ আমাকে পরীক্ষায় খারাপ ফলাফল দিবেন।" এই নিয়তে সুন্নত পড়লেও সাওয়াব পাওয়া যাবে, যদিও উচিৎ ছিলো, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই সুন্নত পড়া।
(২) ইসলাম মাখলুক কি না? এর সাথে মুসলমানের আমলের কোনো সম্পর্ক নাই। সুতরাং এত্থেকে বেঁচে থাকাই শ্রেয়।
(৩) নিজের সবকিছুকে সাথে নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পন করবেন। আত্মসমর্পণের কার্যকরী পদক্ষেপ গুলি দেখতে ও জানতে তাবলীগে সময় লাগাবেন অথবা কোনো আলেমের সাথে সখ্যতা গড়ে তুলবেন।
(৪) একজন মুসলমান হিসেবে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা ছাড়া শুধু কাজ টা ভালো ভাবে হয়ে যাওয়ার জন্য আল্লাহর উপর ভরসা করতে পারেন না।