ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
জুয়েনা নামের অর্থ যোগ্য, মৌলিক। এছাড়াও জুয়েনা নামের অন্য একটি প্রতিশব্দ হলো মৌলিকতা, যোগ্যতা, সাধনার অবশেষ। আর লাবনী নামের অর্থ লক্ষ্য, লক্ষ্য, প্রায়।
সুতরাং উক্ত নাম রাখা যাবে।
(২)
মহিলার বুকের দুধ নাপাক নেয়। সুতরাং বুকের দুধ বের হয়ে কাপড় বা শরীরে লাগলে, উক্ত কাপড় বা শরীর নাপাক হবে না।
لما في الفتاوی الشامية:
"(كما) لا ينقض (لو خرج من أذنه) ونحوها كعينه وثديه (قيح) ونحوه كصديد وماء سرة وعين (لا بوجع) وإن خرج (به) أي بوجع (نقض) لأنه دليل الجرح، فدمع من بعينه رمد أو عمش ناقض، فإن استمر صار ذا عذر مجتبى، والناس عنه غافلون."(سنن الوضوء جلد1 ص:147 ط: سعید)
(৩)
যেহেতু আপনার বাসায় ছেলে/মাহরাম আছেন।তথা আপনার দাদা আর বাবা বাসায় আছেন, এখন যদি ফিতনার কোনো আশংকা না থাকে, তাহলে আপনার জন্য ঐ গায়ের মাহরাম ভাইকে বাধা প্রদান উচিৎ হবে না। নতুবা আপনি বাধা দিতে পারবেন।
(৪)
আমি আপনার ঐ বোনকে বিশেষ কয়েকটি নসিহত করবো-
(ক)
আপনার স্বামীর পরকিয়া সম্পর্কে অন্য কাউকে জানাবেন না।কেননা গোনাহে গোপন রাখা ওয়াজিব।তাই গোপন রাখার চেষ্টা করুন।
(খ)
পূর্ণ আগ্রহের সাথে তাকে সময় দিন।তাকে কখনো একা ছেড়ে দিবেন না।বরং সর্বদা তার সাথে লেগে থাকুন।তার সকল প্রকার পছন্দের জিনিষকে নিজের পছন্দ বানিয়ে তার সাথে সর্বদা থাকার চেষ্টা করুন।
(গ)
তার হেদায়তের জন্য দু'আ করতে থাকুন।
এসবের পরেও যদি কোনো প্রকার ফায়দা না হয় তথা যদি স্বামী পরকিয়া থেকে বিরত না থাকে, তাহলে এমতাবস্থায় স্ত্রীর সামনে দু'টি পথ থাকবে-
(এক)
হয়তো আপনি ঐ মহিলাকে বিয়ের কথা বলুন।
(দুই)