আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমি সব মাযহাবের ব্যাপারেই অজ্ঞ। বেশিরভাগ মানুষ হানাফি মাযহাবের অনুসারী বলে আমিও বলি যে আমি হানাফি মাযহাবের অনুসারী। তবে উদাহরণস্বরূপ বলছি, হানাফি মাযহাবে বলা হয়েছে যে বিয়ের ক্ষেত্রে কনের অভিভাবক তথা ওয়ালি প্রয়োজন নেই। কিন্তু আমাদের নবী (স.) বলেছেন কনের অভিভাবক ছাড়া সে বিয়ে বাতিল বাতিল বাতিল। তাহলে আমি কোনটা মানবো? আমি যদি নবি (স.) এর কথা মতো এই সুন্নতটি মানি যে অভিভাবক ছাড়া বিয়ে বাতিল। তবে হানাফি মাযহাবের অনুসারী হওয়াতে এতে কি গুনাহ হবে?
এক মাযহাবের অনুসারী হওয়াতে সুন্নাহ এর সাথে মিল না থাকলে তখন আমি সুন্নাহ অনুসরণ করলে এতে কি গুনাহ হবে?
আমি শেইখ আসিম আল হাকিমকেও অনুসরণ করি তবে সম্পূর্ণ না। উনি বলেছিলেন নারী পুরুষের নামাজ একই কিন্তু হানাফি মাযহাবে এক না, তাই আমি হানাফি মাযহাব অনুসারে নারীদের যে নিয়ম সে নিয়মে নামাজ পড়ি।
আমি মাযহাব আর সুন্নত এই দুই ব্যাপারটা বুঝতে পারছি না আমি কীভাবে কি পালন করবো।
• ৪ টি মাযহাবের কোনোটির মধ্যে কি কোনো সুন্নাহ পরিপন্থী বিষয় আছে কি? সব মাযহাব ই তো ঠিক তাই না?
• হানাফি মাযহাব সম্পর্কে আমি সম্পূর্ণ জ্ঞান কোথা থেকে লাভ করতে পারবো?
• ১ রাকাত বিতর নামাজ হানাফি মাযহাবে পড়া যায় কি? পড়া গেলে এর নিয়মটা একটু দয়া করে বলে দিবেন উস্তাদ ?
• হানাফি মাযহাবে শুনেছি নামাজ মিলিয়ে পড়া যায় না। কিন্তু কুরআনে আল্লাহ নিজে ই তো বলেছেন মিলিয়ে পড়া যায়। বিয়ের দিন বউদের জন্য ৫ ওয়াক্ত নামাজ টা খুবই চ্যালেঞ্জিং, সেজন্য কি যোহরের ওয়াক্তে যোহর-আসর এবং মাগরিবের ওয়াক্তে মাগরিব-এশা এভাবে মিলিয়ে সালাত আদায় করা যাবে কি?
• বিয়ের মেহেদী কাঁচা অবস্থায় হাতে থাকলে তখন মেহেদী উঠানো সম্ভব না হলে সেসময় নামাজের ওয়াক্ত হয়ে গেলে এবং নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে তায়াম্মুম করে নামাজ আদায় করা যাবে কি?
• হানাফি মাযহাবে সাহু সিজদা দেওয়ার নিয়ম কী?
• কসরের সালাত কী? এটি আদায় করার নিয়ম