১/নামাজের সময় সালোয়ার ছোট মনে হলে নিচে নামালে যদি নাভির নিচে নেমে যায়, তাহলে কি নামাজে প্রবলেম হবে?
২/সূরা ওয়াকিয়াহ বা সন্ধ্যার মাসনূন আমল মাগরিবের আজানের আগে পড়ে নিলে হয়?
৩/সাদাস্রাবের প্রবলেম বেশি, ওযু করে চার বা ছয় রাকাত পড়তেই হয়ে যাচ্ছে,এ অবস্থায় কি নামাজ শেষ করে,নফল নামাজ বা যে তেলাওয়াত গুলো করা হয় ওগুলো শেষ করা যাবে?নাকি ওযু করে নফল নামাজ বা তেলাওয়াত শেষ করবো?ধরো,এশার পর তো সূরা মূলক পড়ি,এখন নামাজের মাঝে হলে তো নামাজ শেষ করতে পারবো বলে জানি।কিন্তু ওযু করে সূরাটা পড়বো?
৪/ আমি স্বামী এবং সন্তানের উদ্দ্যেশে দুই রাকাত করে নফল নামাজ পড়ি। এখন এগুলো কি রেগুলার পড়লে গুনাহ হবে? আর দুই জনের উদ্দ্যেশে কি একই নিয়্যাতে একত্রে নামাজ পড়লে হবে?মাঝে মাঝে সময় স্বল্পতা থাকে, তখন তো আলাদা করে পড়তে সময় লাগে, তাই।
৫/বেতর নামাজ এক রাকাত পড়ার বিষয়ে জানতে চাচ্ছি,নিয়ম সহ।