আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
114 views
in সালাত(Prayer) by (11 points)
১/নামাজের সময় সালোয়ার ছোট মনে হলে নিচে নামালে যদি নাভির নিচে নেমে যায়, তাহলে কি নামাজে প্রবলেম হবে?

২/সূরা ওয়াকিয়াহ বা সন্ধ্যার মাসনূন আমল মাগরিবের আজানের আগে পড়ে নিলে হয়?

৩/সাদাস্রাবের প্রবলেম বেশি, ওযু করে চার বা ছয় রাকাত পড়তেই হয়ে যাচ্ছে,এ অবস্থায় কি নামাজ শেষ করে,নফল নামাজ বা যে তেলাওয়াত গুলো করা হয় ওগুলো শেষ করা যাবে?নাকি ওযু করে নফল নামাজ বা তেলাওয়াত শেষ করবো?ধরো,এশার পর তো সূরা মূলক পড়ি,এখন নামাজের মাঝে হলে তো নামাজ শেষ করতে পারবো বলে জানি।কিন্তু ওযু করে সূরাটা পড়বো?

৪/ আমি স্বামী এবং সন্তানের উদ্দ্যেশে দুই রাকাত করে নফল নামাজ পড়ি। এখন এগুলো কি রেগুলার পড়লে গুনাহ হবে? আর দুই জনের উদ্দ্যেশে কি একই নিয়্যাতে একত্রে নামাজ পড়লে হবে?মাঝে মাঝে সময় স্বল্পতা থাকে, তখন তো আলাদা করে পড়তে সময় লাগে, তাই।

৫/বেতর নামাজ এক রাকাত পড়ার বিষয়ে জানতে চাচ্ছি,নিয়ম সহ।

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নামাজের সময় সালোয়ার ছোট মনে হলে নিচে নামালে যদি নাভির নিচে নেমে যায়, তবে কামিজ বা চাদর যা শরীরের উপরিভাগে পরিধান করা হয়, সেটা দ্বারা যদি শরীর ঢেকে থাকে, তাহলে এতেকরে নামাজের কোনো প্রবলেম হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/975

(২)
আর বিকালবেলার দু'আয়ে মা'ছুরাগুলোকে আছর থেকে নিয়ে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে পড়ে নেবে।তবে যদি ছুটে যায়,তাহলে রাতের প্রথম এক তৃতীয়াংশ পর্যন্ত সময়ের ভিতরেই পড়ে নিবে।

এর প্রমাণ হল,যিকির সম্পর্কে কুরআনের ঐ সমস্ত বাচনভঙ্গি ও প্রয়োগকৃত শব্দাবলী যা দ্বারা বুঝা যায় যে যিকির উপরোক্ত সময়েই পড়তে হবে।
যেমন আল্লাহ তা'আলা বলেন,
ﻭَﺳَﺒِّﺢْ ﺑِﺤَﻤْﺪِ ﺭَﺑِّﻚَ ﺑِﺎﻟْﻌَﺸِﻲِّ ﻭَﺍﻟْﺈِﺑْﻜَﺎﺭِ
এবং সকাল-সন্ধ্যায় আপনার পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করুন।(সূরা মু'মিন-৫৫) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/452


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সূরা ওয়াকিয়াহ বা সন্ধ্যার মাসনূন আমল সমূহকে মাগরিবের আজানের আগে পড়া যাবে।

(৩)
প্রশ্নের বিবরণ অনুযায়ী বুঝা যাচ্ছে যে, আপনি মা'যুর নন, তাই আপনাকে প্রয়োজনে বারংবার অজু করে করেই ইবাদত করতে হবে।মা'যুরের বিধান সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1746

(৪)
হানাফি ফিকহ অনুযায়ী বিতির নামায তিন রাকাতই পড়তে হবে। এক রাকাত পড়ার কোনো সুযোগ নাই।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/859


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...