ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নামাজের সময় সালোয়ার ছোট মনে হলে নিচে নামালে যদি নাভির নিচে নেমে যায়, তবে কামিজ বা চাদর যা শরীরের উপরিভাগে পরিধান করা হয়, সেটা দ্বারা যদি শরীর ঢেকে থাকে, তাহলে এতেকরে নামাজের কোনো প্রবলেম হবে না।
(২)
আর বিকালবেলার দু'আয়ে মা'ছুরাগুলোকে আছর থেকে নিয়ে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে পড়ে নেবে।তবে যদি ছুটে যায়,তাহলে রাতের প্রথম এক তৃতীয়াংশ পর্যন্ত সময়ের ভিতরেই পড়ে নিবে।
এর প্রমাণ হল,যিকির সম্পর্কে কুরআনের ঐ সমস্ত বাচনভঙ্গি ও প্রয়োগকৃত শব্দাবলী যা দ্বারা বুঝা যায় যে যিকির উপরোক্ত সময়েই পড়তে হবে।
যেমন আল্লাহ তা'আলা বলেন,
ﻭَﺳَﺒِّﺢْ ﺑِﺤَﻤْﺪِ ﺭَﺑِّﻚَ ﺑِﺎﻟْﻌَﺸِﻲِّ ﻭَﺍﻟْﺈِﺑْﻜَﺎﺭِ
এবং সকাল-সন্ধ্যায় আপনার পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করুন।(সূরা মু'মিন-৫৫) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/452
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সূরা ওয়াকিয়াহ বা সন্ধ্যার মাসনূন আমল সমূহকে মাগরিবের আজানের আগে পড়া যাবে।
(৩)
প্রশ্নের বিবরণ অনুযায়ী বুঝা যাচ্ছে যে, আপনি মা'যুর নন, তাই আপনাকে প্রয়োজনে বারংবার অজু করে করেই ইবাদত করতে হবে।মা'যুরের বিধান সম্পর্কে জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/1746
(৪)
হানাফি ফিকহ অনুযায়ী বিতির নামায তিন রাকাতই পড়তে হবে। এক রাকাত পড়ার কোনো সুযোগ নাই।