আমি জানি সেলাই কাজ করা সুন্নাহ,,পুরুষ টেইলর দিয়ে না বানিয়ে বাসায় বানানোর জন্য নিজের সেলাই শিখতে হবে।আমার প্রশ্ন হলো নিজে কাজ করতে গেলে অনেক রকম ডিজাইন করতে মন চায়,,(শুধুমাত্র স্বামী +মাহরামদের সামনে পরার নিয়াতে),,কিন্তু এই ডিজাইন করার পেছনে যে সময় টা যাবে এই সময়ে আমি যিকির,কুরআন তিলাওয়াত এসব ও করা যেত!
একই কথা ক্যালিগ্রাফি, কুশিকাটার কাজ,এম্ব্রয়ডারির কাজ,হ্যান্ডপেইন্ট ইত্যাদির ক্ষেত্রে।অবসর সময়ে এগুলোর পেছনে সময় ব্যয় করাকে ইসলাম কিভাবে দেখে!?মুসলিমাহ হিসেবে,ত্বলিবা(আইওএম২২৮)হিসেবে,মা,স্ত্রী,কন্যা হিসেবে আমাদের এগুলোর পেছনে সময় দেয়া কি যুক্তিযুক্ত,,দিলে কতটুকু অথবা সময় না দেয়ার এই চিন্তা টা কি আমার ওয়াসওয়াসা!
উস্তাদ, সঠিক উত্তর দিয়ে সাহায্য করবেন।