১/সাজিম (ساجيم) একটি আরবি শব্দ। সাজিম (ساجيم) নামটি বর্তমানে মুসলিম বিশ্বে খুবই পরিচিত, মাসহুর এবং জনপ্রিয় একটি নাম। সাজিম নামের আক্ষরিক অর্থ হলো প্রবাহিত পানি, প্রবাহিত অশ্রু। । এছাড়াও বিভিন্ন উৎস থেকে পাওয়া সূত্রমতে সাজিম নামের অন্যতম আরো অর্থ হলো আল্লাহ প্রদত্ত উপহার, আল্লাহ প্রদত্ত কোন একটি উপহার।
আমি গুগলে এটা পেয়েছি। এই ব্যাখ্যা বা অর্থ কি ঠিক আছে? এই নাম কি রাখা যাবে?
২/ মুহাম্মাদ সাদাকাহ ইসলাম সাজিম,
মুহাম্মাদ সালাবা ইসলাম সা'দ, এই নাম ২ টি রাখা যাবে?
সা'দ ও সা'লাবা সাহাবীর (রা) নাম হিসেবে জানি, কিন্তু অর্থ কি?
৩/ মারইয়াম,যাইনাব,খানসা এই ৩ টি নামের অর্থ কি?