আসসালামু আলাইকুম, আমি একটা কলেজে অনার্সের ছাত্রী। আলহামদুলিল্লাহ! ফ্রি মিক্সিং এড়িয়ে চলার সক্ষমতা আল্লাহ দিয়েছেন।কলেজের মেসেঞ্জার গ্রুপ থাকে যেখানে কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয়, সেখানে ছেলে মেয়ে উভয়ই থাকে। কোটা আন্দোলন চলার সময় দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সেই গ্রুপে বিভিন্ন ইনফরমেশন দিতাম। যদিও আমি শুধু মেয়েদের কথারই উত্তর দিতাম, কিন্তু আমার মধ্যে খুব অনুশোচনা হলো যে আমি যতই মেয়েদের সাথে কথা বলি, ঐ গ্রুপে ছেলেরাও বিদ্যমান। এটা নিয়ে অনুতপ্ত হই, আর নামাজে আল্লাহ'র কাছে বলি যে, "আল্লাহ আমি তোমাকে কথা দিলাম / শপথ করলাম, খুব বেশি প্রয়োজন না হলে ঐ গ্রুপে কোনো মেসেজ লিখব না "। কিন্তু আজ বন্যা সংক্রান্ত একটা ভিডিও আমি সেখানে শেয়ার করি। উল্লেখ্য যে, আমি যখন সেটা শেয়ার করি তখন আমার মাথায় একদম ই ছিলো না যে নামাজে আমি আল্লাহ কে কথা দিয়েছিলাম। একটুও মনে ছিলো না। পরে অবশ্য আমি সেই ভিডিও রিমুভ করে দিয়েছিলাম। আমার প্রশ্ন হলো এখানে কি কসমের কাফফারা আদায় করতে হবে? আমি যদি কোনো ব্যাপারে আল্লাহ'র কাছে শপথ করি, পরে যদি মনের ভুলে সেটা করে ফেলি, তখন কি করণীয়।